আর সি টিভি সংবাদ , ১০ মার্চ : বকেয়া ডিএ র দাবিতে যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে মিশ্র সাড়া সরকারী কর্মী মহলে।শুক্রবার অধিকাংশ সরকারী দপ্তরে কর্মী হাজিরা ছিল খুবই কম।স্কুল খোলা থাকলেও অনুপস্থিত রয়েছেন শিক্ষকদের একাংশ।বকেয়া ডিএ র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারী কর্মচারী সংগঠনগুলি।ডিএ মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত।চলতি মাসেই সুপ্রিম শুনানি রয়েছে ডিএ মামলার।পাশাপাশি বকেয়া ডিএ আদায়ে এবারে ধর্মঘটে সামিল সরকারী কর্মচারী সংগঠনের যৌথ মঞ্চ।
আরও পড়ুন- বাইপাস ঘিরে আশঙ্কায় গ্যারেজ ব্যবসায়ীরা
এদিকে ধর্মঘটের বিরোধিতায় বেশকিছু নির্দেশ জারি করেছে রাজ্য সরকার।ধর্মঘটের দিনে সরকারী দপ্তরে কর্মীদের হাজিরা বাধ্যতামুলক এমনকি নেওয়া যাবে না পূর্ন দিবস বা অর্ধ দিবস ছুটি।সরকারী নির্দেশে পরিস্কার বলা রয়েছে যেসকল সরকারী কর্মী ধর্মঘটে সামিল হয়ে কাজে যোগ দেবেন না তাের চাকরীকাল থেকে বাদ যাবে একটি দিন।রাজ্যের অ্যাডিশনাল চিফ সেক্রেটারী ডক্টর মনোজ পন্থের সাক্ষরিত সরকারী এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার পাল্টা চিঠি দিলেন হাইকোর্টের আইনজীবি প্রবীর চ্যাটার্জী।ধর্মঘট কর্মীদের আইনসিদ্ধ অধিকার।
আরও পড়ুন- বাইপাস ঘিরে আশঙ্কায় গ্যারেজ ব্যবসায়ীরা
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর উদ্ধোধনের পরেও চালু হয়নি নবনির্মিত ভবন
ফলে সরকারী নির্দেশিকা থেকে ডায়েস ইন কথাটি বাদ দেওয়া এবং সরকারী নির্দেশিকা প্রত্যাহার করার দাবি জানিয়ে রাজ্যের অ্যাডিশনাল চিফ সেক্রেটারীকে চিঠি পাঠান ওই আইনজীবি। এদিকে সরকারী নির্দেশিকাকে উপেক্ষা করেই শুক্রবার ধর্মঘট পালনে বদ্ধপরিকর সরকারী কর্মচারীদের যৌথ মঞ্চ।ধর্মঘটে সামিল হলেও সরকার যে তেমন কোনও পদক্ষেপ নিতে পারবে না সে বিষয়টি স্পষ্ট করে দেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবি বিকাশরঞ্জন ভট্টাচার্য।কি জানিয়েছেন তিনি শেনাব আপনাদেরসরকারী স্তরে কর্মীদের ধর্মঘটে সামিল না হওয়ার বিজ্ঞপ্তি অন্যদিকে আইনজীবিদের অভয়বানী দুই মিলিয়ে শুক্রবার টানটান উত্তেজনা লক্ষ্য করা গেল সরকারী দপ্তরগুলিতে ।
আরও পড়ুন- বসন্ত উৎসব ঘিরে মাতোয়ারা আট থেকে আশি