নিউজ ডেস্ক,৩০ইনভেম্বেরঃআগামী বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন।আর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কার্যত চুড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন।চলতি বছরের ১৯ অক্টোবর রাজ্যে পঞ্চায়েত স্তরে আসন বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন।সেই তালিকা নির্দিষ্ট পদ্ধতিতে মুল্যায়নের পর আসন বিন্যাসের চুড়ান্ত তালিকা প্রকাশ করলো রাজ্য নির্বাচন কমিশন।চুড়ান্ত তালিকা প্রকাশ হতেই উত্তর দিনাজপুর জেলা পরিষদের বেশ কিছু আসনে পরিবর্তন লক্ষ্য করা যায়।পরিবর্তন হয়েছে আসন নম্বর এবং আসন সংরক্ষনে।মুলত বদল ঘটেছে রায়গঞ্জ,হেমতাবাদ ও কালিয়াগঞ্জ ব্লকের জেলাপরিষদ আসনগুলির নম্বর ও আসন সংরক্ষন।খসড়া তালিকায় যেখানে ভাতুন,জগদীশপুর,মহিপুর,শীতগ্রাম ও রামপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠন করা হয়েছিল রায়গঞ্জ ২১ নম্বর জেলাপরিষদ আসন সেখানে চুড়ান্ত তালিকায় আসন নম্বর ২১ এর পরিবর্তে হয়েছে ১৬|
রায়গঞ্জের বিন্দোল,শেরপুর,বরুয়া,কমলাবাড়ি ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত ছিল জেলা পরিষদের ২৩ নম্বর আসনটি যা চুড়ান্ত তালিকায় পরিবর্তন করে করা হয়েছে ১৭ নম্বর আসনরায়গঞ্জের বীরঘই,বাহিন,গৌরী ও মারাইকুড়া গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত ছিল জেলা পরিষদের রায়গঞ্জ ২২ নম্বর আসনটি।যা চুড়ান্ত তালিকায় উঠে এসেছে জেলা পরিষদের ১৮ নম্বর আসন হিসাবে।অনুরূপভাবে হেমতাবাদ ব্লকের চৈনগর,বিষ্ণুপুর ও নয়ডা গ্রাম পঞ্চায়েত নিয়ে খসড়া তালিকায় ছিল জেলা পরিষদের ১৬ নম্বর আসন যা চুড়ান্ত প্রকাশিত তালিকায় করা হয়েছে ১৯ নম্বর আসনহেমতাবাদ ব্লকের হেমতাবাদ ও বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত ছিল জেলা পরিষদের ১৭ নম্বর আসনটি যা পরিবর্তিত হয়েছে ২০ নম্বর আসনে।চুড়ান্ত আসন বিন্যাস তালিকায় পরিবর্তন হয়েছে কালিয়াগঞ্জ ব্লকের আসন নম্বরগুলিও।কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর,ধনকৈল ও রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত ছিল জেলা পরিষদের ১৮ নম্বর আসনটি।যা চুড়ান্ত তালিকায় পরিবর্তন করে করা হয়েছে জেলা পরিষদের ২১ নম্বর আসনে।কালিয়াগঞ্জের ভান্ডার,মুস্তাফানগর ও মালগাঁও গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত আসনটির নম্বর ছিল ১৯ যা চুড়ান্ত তালিকায় স্থান পেয়েছে ২২ নম্বর আসন হিসাবে।
কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা ও বরুনা গ্রাম পঞ্চায়েত নিয়ে জেলা পরিষদের যে আসনটি খসড়া তালিকায় ছিল ২০ নম্বর আসন হিসাবে সেটি চুড়ান্ত তালিকায় স্থান পেয়েছে জেলা পরিষদের ২৩ নম্বর আসনে।উত্তর দিনাজপুর জেলার ৯ টি ব্লকের মধ্যে চুড়ান্ত তালিকায় আসন নম্বরে পরিবর্তন ঘটেছে তিনটি ব্লকে।স্বাভাবিক ভাবেই আসন নম্বরে পরিবর্তন হওয়ায় পরিবর্তন ঘটেছে আসন সংরক্ষন তালিকারও।এবারে একনজরে দেখে নেব চুড়ান্ত তালিকা প্রকাশের পর উত্তরদিনাজপুর জেলার জেলাপরিষদের ২৬ টি আসনের চিত্রটা ঠিক কি দাঁড়ালোব্লক চোপড়া মোট আসন ৩ টি জেলা পরিষদের ১ নম্বর আসন খসড়া তালিকায় ছিল তপশিলি জাতির মহিলার জন্য সংরক্ষিত চুড়ান্ত প্রকাশিত তালিকায় অপরিবর্তিত রয়েছে সেই সংরক্ষন২ নম্বর জেলাপরিষদ আসন খসড়া তালিকায় মহিলা সংরক্ষিত ছিল চুড়ান্ত তালিকায় সেটি অপরিবর্তিত রয়েছে৩ নম্বর জেলাপরিষদ আসন খসড়া তালিকায় ছিল অনগ্রসর শ্রেনির জন্য সংরক্ষিত চুড়ান্ত প্রকাশিত তালিকায় অপরিবর্তিত রয়েছে সংরক্ষনব্লক ইসলামপুর মোট আসন ৩ জেলারিষদের ৪ ও ৫ নম্বর আসন অপরিবর্তিত রয়েছে সংরক্ষন দুটিই মহিলাদের জন্য সংরক্ষিতজেলা পরিষদের ৬ নম্বর আসনটিও অনগ্রসর শ্রেনির মহিলার জন্য সংরক্ষিত ছিল চুড়ান্ত তালিকায় অপরিবর্তিত রয়েছে আসন সংরক্ষনগোয়ালপোখর ১ নম্বর ব্লক মোট আসন সংখ্যা ৩ জেলা পরিষদের ৭ নম্বর আসন ছিল সাধারন ৮ নম্বর আসন ছিল অনগ্রসর শ্রেনি এবং ৯ নম্বর আসনটি ছিল অনগ্রসর শ্রেনির মহিলাদের জন্য সংরক্ষিত চুড়ান্ত তালিকায় অপরিবর্তিত রয়েছে আসন নম্বর ও সংরক্ষনব্লক চাকুলিয়া মোট আসন ৩ জেলা পরিষদের ১০ নম্বর আসনটি খসড়া তালিকায় প্রস্তাবিত ছিল মহিলা হিসাবে, জেলা পরিষদের ১১ নম্বর আসনটি তপশিলি জাতি ও ১২ নম্বর আসনটি অনগ্রসর শ্রেনির মহিলার জন্য সংরক্ষিত চুড়ান্ত তালিকায় অপরিবর্তিত রয়েছে সবক’টি আসন নম্বর ও সংরক্ষন|ব্লক করণদীঘি মোট আসন ৩টি খসড়া তালিকায় জেলাপরিষদের ১৩ নম্বর আসনটি সাধারন ১৪ নম্বর আসনটি তপশিলি জাতি এবং ১৫ নম্বর আসনটি মহিলাদের জন্য সংরক্ষিত ছিল চুড়ান্ত তালিকায় অপরিবর্তিত রয়েছে আসনগুলির সংরক্ষন।ব্লক রায়গঞ্জ মোট আসন ৩টি চুড়ান্ত তালিকায় বদল ঘটেছে রায়গঞ্জ ব্লকের জেলা পরিষদের ৩ টি আসনের নম্বর ও সংরক্ষনখসড়া তালিকায় থাকা রায়গঞ্জের জেলা পরিষদের ২১ নম্বর আসনটি চুড়ান্ত তালিকায় পরিবর্তিত হয়েছে ১৬ নম্বর আসনে খসড়া তালিকায় আসনটি ছিল মহিলাদের জন্য সংরক্ষিত চুড়ান্ত তালিকায় আসনটি রয়েছে সাধারনের জন্য সংরক্ষিতরায়গঞ্জ ব্লকের জেলা পরিষদের ২২ নম্বর আসনটি পরিবর্তিত হয়েছে ১৮ নম্বর আসনে খসড়া তালিকায় যে আসনটি ছিল তপশিলি মহিলার জন্য সংরক্ষিত চুড়ান্ত তালিকায় সেটি হয়েছে তপশিলি মহিলার জন্যই সংরক্ষিত রয়েছেখসড়া তালিকায় থাকা জেলা পরিষদের ২৩ নম্বর আসনটি চুড়ান্ত তালিকায় পরিবর্তন ঘটেছে ১৭ নম্বর আসনে খসড়া তালিকায় যেটি সাধারনের জন্য সংরক্ষিত ছিল চুড়ান্ত তালিকায় এই আসনটি মহিলাদের জন্য সংরক্ষিতরায়গঞ্জ ব্লকের জেলাপরিষদ ২৩ নম্বর আসনটি নম্বর পরিবর্তন হয়ে চুড়ান্ত তালিকায় স্থান পেয়েছে ১৭ নম্বর আসন হিসাবেএবারে চোখ রাখব হেমতাবাদ ব্লকের দিকে।জেলা পরিষদের আসন নম্বরে পরিবর্তন ঘটেছে হেমতাবাদ ব্লকেও।মোট আসন ২ টি খসড়া তালিকায় থাকা হেমতাবাদ ব্লকে জেলা পরিষদের ১৬ নম্বর আসনটি চুড়ান্ত তালিকায় পরিবর্তিত হয়েছে ১৯ নম্বর আসনে কিন্তু অপরিবর্তিত রয়েছে আসন সংরক্ষন।আসনটি সাধারনের জন্য সংরক্ষিতহেমতাবাদ ব্লকের জেলা পরিষদের ১৭ নম্বর আসনটি পরিবর্তিত হয়েছে ২০ নম্বর আসনে। আসনটি খসড়া তালিকায় মহিলাদের জন্য সংরক্ষিত ছিল চুড়ান্ত তালিকায় অপরিবর্তিত রয়েছে সেই সংরক্ষন।চোখ রাখব কালিয়াগঞ্জ ব্লকের দিকেব্লক কালিয়াগঞ্জ মোট আসন ৩ টি খসড়া তালিকায় থাকা এই ব্লকে জেলা পরিষদের ১৮ নম্বর আসনটি চুড়ান্ত তালিকায় এসেছে ২১ নম্বর আসনে খসড়া তালিকায় আসনটি তপশিলি মহিলার জন্য সংরক্ষিত ছিল চুড়ান্ত তালিকায় আসনটি তপশিলি জাতির জন্য সংরক্ষিত হয়েছেখসড়া তালিকায় থাকা জেলা পরিষদের ১৯ নম্বর আসনটি চুড়ান্ত তালিকায় উঠে এসেছে ২২ নম্বর আসনে। আসনটি ছিল তপশিলি জাতির জন্য সংরক্ষিত চুড়ান্ত তালিকায় আসনটি তপশিলি মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছেখসড়া তালিকায় থাকা কালিয়াগঞ্জ ব্লকে জেলা পরিষদের ২০ নম্বর আসনটি হয়েছে ২৩ নম্বর। আসনটির সংরক্ষন অপরিবর্তিত রয়েছে।এই আসনটি সাধারনের জন্য সংরক্ষিতসর্বশেষ ব্লক ইটাহারমোট আসন ৩ টি অপরিবর্তিত রয়েছে ইটাহার ব্লকে থাকা জেলা পরিষদের তিনটি আসনের নম্বরও সংরক্ষনজেলা পরিষদের ২৪ নম্বর আসনটি তপশিলি জাতির জন্য সংরক্ষিতজেলা পরিষদের ২৫ নম্বর আসনটি তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত এবং জেলা পরিষদের ২৬ নম্বর আসনটি সাধারনের জন্য সংরক্ষিত।জেলা পরিষদের আসন পূনর্বিন্যাসের চুড়ান্ত তালিকা প্রকাশ হতেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।কাজ চলছে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশের।আগামি বছরের শুরুতেই প্রকাশিত হবে চুড়ান্ত ভোটার তালিকা।পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে কাজ শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।সবমিলিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচন ঘিরে তৎপরতা তুঙ্গে।এবারে একনজরে দেখে নেব ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুর জেলা পরিষদের ফলাফল কি ছিল-জেলা পরিষদের মোট আসন ২৬|তৃণমূল কংগ্রেসের দখলে ছিল২৪টি আসনবিজেপি ১ফরওয়ার্ড ব্লক ১|২০১৮ থেকে ২০২২ জেলার রাজনৈতিক দলগুলির মধ্যে জোটবাঁধা ও বিভাজন ঘটেছে অনেকটা।এবারে দেখার জেলার সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা লড়াই পঞ্চায়েত নির্বাচনে দিতে পারে বিরোধীরা।