নিউজ ডেস্ক, ২৫ নভেম্বর : কেন্দ্রীয় কৃষি আইন বাতিল, নয়া শ্রম আইন সংশোধন, বিলগ্নীকরণ বন্ধ সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার দেশজুড়ে বাম ও কংগ্রেসের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটের মোকাবিলায় এবং রাজ্য পুরোপুরি সচল রাখতে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন।
ধর্মঘটের দিন সাধারণ মানুষ যাতে বিপাকে না পড়েন তার জন্য পর্যাপ্ত পরিমাণে বেসরকারি বাস সহ অন্যান্য ছোট যানবাহন চালানোর ব্যাপারে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ধর্মঘটের দিন রাস্তায় বেরিয়ে কোন ঝামেলা হলে বা গাড়ি ভাঙচুর হলে সেক্ষেত্রে রাজ্য সরকার বেসরকারি পরিবহন মালিকদের বীমার ব্যাপারে আশ্বস্ত করেছে বলে জানা গেছে। পাশাপাশি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা, সিএসটিসি সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ব পরিবহন সংস্থা গুলি অতিরক্ত বাস ধর্মঘটের দিন রাস্তায় নামাবে বলে জানা গিয়েছে। অন্যদিকে বামপন্থী ও কংগ্রেসের বিভিন্ন পরিবহন সংস্থা সংগঠনগুলিও জানিয়ে দিয়েছে ধর্মঘটের দিন তারা রাস্তায় গাড়ি নামাবেন না। পাল্টা ধর্মঘটের সমর্থনে মিছিল পিকেটিং করবেন। তবে কলকাতার মত বড় শহরে যাত্রীরা যদি কোথাও বাস না পান সেক্ষেত্রে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে বাস পৌঁছে যাবে। নামানো হবে পর্যাপ্ত ভেসেলও। যাত্রীরা কোনও সমস্যায় পড়লে টোল ফ্রি নম্বরে ফোন করতে বলা হয়েছে। নম্বর দুটি হল ১৮০০৩৪৫৫১৯২, ৮৯০২০১৭১৯১। অন্যদিকে ধর্মঘট ব্যর্থ করতে গোটা রাজ্য জুড়ে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশি টহলদারির ব্যবস্থা থাকবে। জোর করে ধর্মঘট সফল করার চেষ্টা করা হলে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে বলে নির্দেশ দেয়া হচ্ছে রাজ্য প্রশাসন থেকে।