নিউজ ডেস্ক , ১১ ডিসেম্বর : প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল বলে জানালো উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা হয় ৷ স্ত্রী মীরা ভট্টাচার্য এবং মেয়ে সুচেতনার সঙ্গে কথাও বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ খোঁজ নিয়েছেন দীর্ঘদিনের সঙ্গী তপনবাবুরও ৷
তাঁর ফুসফুস আবার আগের মতোই কাজ করছে ও তাঁকে নন ইভাসিভ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। তাঁর অক্সিজেনের মাত্রারও কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা। শরীর থেকে কমেছে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা। বৃহস্পতিবার হাসপাতালের দেওয়া একাধিক মেডিক্যাল বুলেটিনে এ-ও স্পষ্ট করে দেওয়া হয় যে, উন্নতির পরেও সিওপিডি-র পুরোনো রোগী ৭৬ বছরের বুদ্ধদেবের সঙ্কট এখনও কাটেনি। ফলে এখনও ভেন্টিলেশনেই রাখা হয়েছে তাঁকে। তবে এ দিন দিনভর গড়ে ৯৫% ছিল তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা। রক্তচাপ, পালস ও হৃদস্পন্দন থেকে শুরু করে রক্তে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা-সহ সব সূচকের ক্ষেত্রেই সন্তোষজনক উন্নতি দেখা যাচ্ছে। রাইলস টিউবের মাধ্যমে তরল খাদ্য খাওয়ানো হচ্ছে। সংজ্ঞা ফিরে এলেও বেশির ভাগ সময়ে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। নবান্ন থেকে টানা নজর রাখা হচ্ছে তাঁর চিকিৎসায়।