নিউজ ডেস্ক , ১৫ অক্টোবর : কোভিড পরীক্ষার ফলাফল জানা যাবে মাত্র ৫মিনিটে। এমনটাই দাবী করলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিকদের। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের বৈজ্ঞানিকেরা এমনই দ্রুতগতিসম্পন্ন কোভিড পরীক্ষা করার যন্ত্র আবিষ্কার করেছেন। যদিও এখনই বাজারে মিলবে না এ যন্ত্র।
এরজন্য অপেক্ষা করতে আগামী বছরের মাঝামাঝি সময়কাল পর্যন্ত। বৃহস্পতিবার এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে এক বিবৃতি প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, দ্রুতগতির এই যন্ত্রটি মাত্র ৫মিনিটেরও কম সময়ে কোভিড পরীক্ষার ফলাফল জানাবে।আগামী বছরের গোড়ায় প্রয়োজনীয় ছাড়পত্র সহ উৎপাদন শুরু করা হবে। উৎপাদন শুরুর প্রায় ছয়- সাত মাস পরে পাওয়া যাবে এই যন্ত্র। এই যন্ত্র ব্যবহার করা যাবে বিমানবন্দর কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে। জনসমাগম বেশি হয় এমন জায়গাগুলিতে অতিদ্রুত কোভিড পরীক্ষা ও ফলাফলের প্রয়োজন। ফলে এই জায়গাগুলিতে এই যন্ত্রটি ব্যবহার করা যাবে। উৎপাদনের জন্য ইতিমধ্যে বিনিয়োগ টানতে উদ্যোগী হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।