নিউজ ডেস্ক , রায়গঞ্জ ১৮ সেপ্টেম্বর : কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রায়গঞ্জ ব্লকের চন্ডীতলা এলাকার চান্দুর গ্রাম। এলাকার বেশ কয়েকটি বাড়িতে জল ঢোকার উপক্রম হয়েছে। রাস্তা এবং পার্শ্ববর্তী মাঠ এবং জলাশয় জলে ভরে গিয়েছে৷ ফলে বাড়ি থেকে বের হওয়া কিংবা চলাচল করা অসম্ভব হয়ে উঠেছে এই বাসিন্দাদের কাছে।
নিরুপায় হয়ে পঞ্চায়েতের কাছে এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ দাবিতে সরব হয়েছেন তারা৷ জানা গেছে এই এলাকাতে বেশকয়েকটি পরিবারের বসবাস করে। আগে এই এলাকাগুলিতে সেরকম বাড়ি ঘর ছিল না। ধীরে ধীরে এখানে প্রচুর বাড়িঘর তৈরি হলেও সেইমতো এলাকায় জল নিকাশি ব্যবস্থা সহ পরিকাঠামোর উন্নয়ন হয়নি বলে অভিযোগ। বাসিন্দারা জানিয়েছেন, আগে এখানে অল্পবিস্তর জল জমতে ঠিকই কিন্তু বর্তমানে যে পরিমাণ জল এখানে দাঁড়িয়ে যাচ্ছে তাতে বেহাল অবস্থা তাঁদের। বাড়ি থেকে কার্যত বের হওয়া বন্ধ হয়ে গিয়েছে তাদের। বাইক নিয়ে বাজার ঘাটেও যেতে পারছেন না তারা। ফলে জল যন্ত্রনায় বিপাকে পড়েছেন এলাকার বেশ কয়েকটি পরিবার। অবিলম্বে এব্যাপারে জল নিষ্কাশনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন তারা।
এদিকে সমস্যার কথা স্বীকার করে নিয়ে এলাকার পঞ্চায়েত সদস্য রাজা দাস বলেন এই এলাকা অত্যন্ত নিচু এলাকা ছিল কিন্তু সম্প্রতি এখানে অনেকেই বাড়িঘর করেছেন তবে জল নিকাশি ব্যবস্থা সহ পরিকাঠামো গড়ে না উঠায় ওই বাসিন্দারা সমস্যায় পড়ছেন। এব্যাপারে পঞ্চায়েত প্রধান এবং রায়গঞ্জ পৌরসভাকে জানানো হয়েছে। যেহেতু এলাকায় জলের নিষ্কাশনের নর্দমার ব্যবস্থা নেই, তাই সমস্যা সমাধান করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার বলে জানান তিনি।