নিউজ ডেস্ক ,২৩ই জানুয়ারিঃ হাতে আর মাত্র ২ দিন বাকী। তারপরই অনুষ্ঠিত হবে বিদ্যারদেবী সরস্বতী পুজো। যাকে ঘিরে রায়গঞ্জ শহরের কুমোরটুলি গুলিতে ব্যস্ততার চিত্র। এরই মধ্য সরস্বতী প্রতিমা পাড়ি দিচ্ছে রায়গঞ্জ সংলগ্ন বিহারের বিভিন্ন অঞ্চলে। ফলে প্রতিমার কাজ সম্পূর্ণ করে রাখছেন মৃৎশিল্পীরা। প্রসঙ্গতঃ প্রতিবছরই রায়গঞ্জ শহরের মৃৎশিল্পালয় থেকে স্থানীয় এলাকা সহ সংলগ্ন বিহারের ছাপড়া, বারসই, কাটিহার বিভিন্ন প্রান্তে সরস্বতী প্রতিমা ডেলিভারি করা হয়। ফলে সরস্বতী পুজোকে ঘিরে একটা বড় অংকের লাভের আশায় মুখিয়ে থাকেন রায়গঞ্জের মৃৎশিল্পীরা। কিন্তু গত ২ বছর বাধ সাধে করোনা মহামারি। পুজো ছোট করে হওয়ায় সরস্বতী প্রতিমা ক্রয় করতে ২ বছরে বিহারের মানুষের তেমন দেখা মেলেনি। ফলে চরম দূর্ভোগে পরেছিলেন মৃৎশিল্পীরা। ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল তাদের। কিন্তু এবারে পরিস্থিতি স্বাভাবিক থাকায় সেই চেনা ছন্দে ২-৩দিন আগে থেকেই বিহার থেকে ক্রেতারা আসছেন প্রতিমা কিনতে। ফলে মুখে হাসি ফুটেছে মৃৎশিল্পীদের। অন্যদিকে ক্রেতারা জানান, বিহারে প্রতিমা যৎসামান্য তৈরী হলেও তার মান এখানকার তুলনায় অনেক নীচে। পাশাপাশি সেখানে প্রতিমার দামও অনেকটাই বেশী। সেই অনুপাতে রায়গঞ্জ শহরের কুমোরটুলিতে উচ্চ মানের প্রতিমা পাওয়া যায়। দামও নাগালের মধ্যেই থাকে। তাই প্রতিবছর বিহারের একটা বড় অংশের মানুষ রায়গঞ্জে আসেন সরস্বতী প্রতিমা কিনতে। আগেভাগে না এলে শেষ সময়ে প্রতিমার অভাব তৈরী হতে পারে। সেকারনে ক্রমশই দুরদুরান্ত থেকে ছুটে আসছেন লোকজন। ইতিমধ্যে সকাল সন্ধ্যে স্টেশনে প্রতিমার ভীড় লক্ষ্য করা যাচ্ছে। ভীড় ট্রেনে খানিকটা কষ্ট করেই প্রতিমা তুলতে হচ্ছে। ট্রেনে চেপেই বাগদেবী পাড়ি দিচ্ছেন অন্য রাজ্যে।
রায়গঞ্জ শহরে জমে উঠেছে সরস্বতী প্রতিমার বাজার
