নিউজ ডেস্ক , ২৪ নভেম্বর : প্রয়াত হলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা আশিষ রায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। বেশ কয়েকমাস ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেতা। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বাড়িতেই চলছিল ডায়ালিসিস। এরপর মঙ্গলবার ভোর ৩.৪৫ মিনিট নাগাদ মুম্বইয়ের জোগেশ্বরীতে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
সোমবার থেকে তাঁর অবস্থা ধীরে ধীরে উন্নতি ঘটছিল। এমনকি মঙ্গলবার তাঁর ডায়ালাসিস হওয়ার কথা ছিল। কয়েকমাস আগেই মুম্বইয়ের জুহু হাসপাতালে আইসিইউতে ভর্তি হয়েছিলেন অভিনেতা। সেখানেই কিডনির সমস্যা নিয়ে চিকিত্সা চলছিল। লকডাউনে সিনেমা, সিরিয়ালের শ্যুটিংয়ের কাজ বন্ধ থাকায় হাসপাতালের বিল মেটাতে না পেরে সোশ্যাল মিডিয়ায় নিজের অসুস্থতার কথা শেয়ার করেছিলেন তিনি। পরবর্তীতে আর্থিক সাহায্যের আর্জিও জানিয়েছিলেন আশিষ রায়। হিন্দি সিরিয়ালে আশিষ রায় বেশ পরিচিত মুখ। বানেগি আপনি বাত, সসুরাল সিমার কা, রিমিক্স, কুছ রঁ প্যায়ার কে আয়সি ভি-সহ বেস কয়েকটি জনপ্রিয় সিরিয়ালে অভিনয়ের কাজ করেছেন আশিষ রায়।