স্বাস্থ্যবিধির পাঠ শেখালেন পুলিশকর্মী

নিজস্ব সংবাদদাতা , ইসলামপুর , ১৩ই সেপ্টেম্বর :  ইসলামপুরে এসেছিলেন ব্যক্তিগত কাজে একটি সংস্থার কর্ণধার স্বরূপানন্দ বৈদ্যর সঙ্গে দেখা করতে। কিন্তু হঠাৎই তিনি লক্ষ্য করেন সাধারণ মানুষের মধ্যে করোনা সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে, সরকারি বিধিনিষেধ মানছেন না অনেকেই। ইসলামপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসগুলোতে বেশিরভাগ যাত্রীর মুখে নেই মাস্ক, এমনকি তারা মানছেন না সামাজিক দূরত্ব।

চটপট ব্যাগ থেকে কিছু মাক্স বের করে উঠে পড়লেন সেসব বাসে। নিজ হাতে মাস্ক পড়িয়ে করোনা সম্পর্কে সচেতনতার বার্তা দেন তিনি। শুধুমাত্র ইসলামপুর বাস টার্মিনাস চত্ত্বরে দাঁড়িয়ে থাকা বাসগুলিতেই নয় আশেপাশে যে সমস্ত মানুষজন মাস্ক পড়েননি, তাদের মধ্যেও মাস্ক বিলি করেন সমাজসেবী তথা পুলিশকর্মী বাপন দাস। উল্লেখ্য দিনে দিনে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতবর্ষ ব্রাজিল কে টপকে সংক্রমণের নিরিখে এখন দ্বিতীয় স্থানে। এই পরিস্থিতিতে চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ থেকে বাঁচতে জারি রয়েছে সাপ্তাহিক লকডাউন। সেক্ষেত্রেও হুশ ফেরেনি একাংশ শহরবাসীর। তারা যত্রতত্র বেড়িয়ে পড়ছেন মাস্ক ছাড়াই।

সমাজসেবী তথা পুলিশকর্মী বাপন দাস বলেন, “জরুরি কাজে এসেছিলাম উত্তর দিনাজপুরের ইসলামপুরে। কিন্তু হঠাৎই লক্ষ্য করি বেশিরভাগ মানুষের মুখে নেই মাস্ক, অনেকেই মানছেন না সামাজিক দূরত্ব। আমার ব্যাগে সবসময়ই অতিরিক্ত মাস্ক থেকে শুরূ করে স্যানিটাইজার থাকে। তাই করোনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে নিজ হাতে মাস্ক পড়িয়ে সচেতনতার বার্তা দিতে এই উদ্দ্যোগ নিয়েছি।” কলকাতা পুলিশের কর্মী বাপনবাবু নিজে একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা। সেই সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের সেবা করে থাকেন বাপনবাবু। আগামী দিনগুলিতে শুধু এ রাজ্যেই নয় প্রতিবেশী রাজ্যগুলিতে তার এই উদ্দ্যোগকে ছড়িয়ে দিতে আশাবাদী সমাজসেবী তথা পুলিশকর্মী বাপন দাস।

Next Post

স্বামী মোবাইল কিনে না দেওয়ায় নিজেকে শেষ করল অভিমানী স্ত্রী

Sun Sep 13 , 2020
নিউজ ডেস্ক, পুরাতন মালদা, ১৩ সেপ্টেম্বর :  স্বামী অ্যান্ড্রয়েড মোবাইল ফোন না কিনে দেওয়ায় অভিমানে আত্মঘাতী হলেন স্ত্রী। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মঙ্গলবাড়ী সারদা কলোনি এলাকায়। তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকেরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। মৃত স্ত্রীর নাম […]

আপনার পছন্দের সংবাদ