নিউজ ডেস্ক, ২১ সেপ্টেম্বর : রাজ্য সভাপতি হয়েই দলের বিক্ষুব্ধ নেতাদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য সভাপতি হিসেবে মনোনীত করায় সোমবার রাতেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। মঙ্গলবার দলের তরফে সংবর্ধনা দেওয়া হয়।
সেখানে দিলীপ ঘোষ ছাড়াও রাহুল সিনহা সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, ”দিলীপদার থেকে লড়াই শিখেছি। তাঁর আদর্শকে সামনে রেখে, সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।” এরপরই দলবদলকারী নেতাদের উদ্দেশে কড়া বার্তা দেন নতুন রাজ্য সভাপতি। তিনি বলেন, ”কিছু নেতা হয়ত এদিক-ওদিক করছেন। কিছু নেতা গেলে আদর্শ যায় না। আদর্শ বিজেপির সঙ্গে আছে। কেউ যদি অন্য দলে চলে গিয়ে ভাবে, বিজেপিকে শেষ করে দেব, তা সম্ভব নয়। তারাই অস্তিত্ব হারাবে।” পাশাপাশি সুকান্ত মজুমদার আরও বলেন, তর্কের খাতিরে যদি ধরে নিই, রাজ্যে ৪২ টি আসন তৃণমূল জিতেছে, তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে পারবেন না। কারণ ২০২৪ লোকসভাতেও বিপুল ভোটে জিতে আবার প্রধানমন্ত্রী হবেন মোদিজি। তাঁর আরও বার্তা, আগামীদিনে সবাইকে সাথে নিয়েই তৃণমূল সরকারকে এরাজ্য থেকে উৎখাত করা হবে। ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে নীরব থাকায় বুদ্ধিজীবীদেরতীব্র কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। পাশাপাশি শাসক দলকে তার চ্যালেঞ্জ পুরভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়ে হোক, যদি তৃণমূলের সাহস থাকে। আগামী লোকসভা ভোটে বাংলা থেকে ১৮টির বেশি আসন জিততে হবে বলে দলীয় কর্মীদের চাঙ্গা করতে বার্তা দেন সুকান্ত মজুমদার।