ডিজিটাল ডেস্ক : রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি পেয়ে সম্প্রতি উত্তরপ্রদেশে এক বিশেষ পুলিশ ফোর্স গঠন করল যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার। এই বাহিনীর নাম দেওয়া হয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ (SSF)। প্রয়োজন মনে হলে বিনা ওয়ারেন্টেই সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করতে পারবে এই বিশেষ বাহিনী। পাশাপাশি সেই ব্যক্তিকে বিনা গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতারও করতে পারবে পুলিশ। গত ২৬শে জুন এই বিশেষ বাহিনী গঠনের অনুমোদন দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
প্রাথমিকভাবে এস এস এফ – এর পাঁচটি ব্যাটালিয়ন গঠন করা হবে বলে জানা গিয়েছে। সরকারি অফিস, ধর্মীয় স্থান, আদালত, মেট্রো, ব্যাঙ্ক, বড় বড় ব্যবসায়ীক প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে মোতায়েন থাকবে এসএসএফ জওয়ানরা। উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব অবনীশ কুমার আওয়াস্থি (Abneesh Kumar Awasthi) বলেন, এদের হাতে থাকবে বিশেষ ক্ষমতা। রাজ্যেই আদালতগুলিকে রক্ষা করার জন্য এলাহাবাদ হাইকোর্টের একটি রায় ব্যবহার করেই এই বিশেষ বাহিনী তৈরী হয়েছে।