নিউজ ডেস্ক , ১৬ ডিসেম্বর : সীমান্তে একদিকে চিন আর অন্যদিকে পাকিস্তান। এই দুই প্রতিবেশি শত্রুকে রাডারে আনতে নৌবাহিনীকে শক্তিশালী করতে চলেছে ভারত৷ সূত্রের খবর, ৩৮টি সুপারসনিক ব্রক্ষ্মস মিসাইল (BrahMos Missile) তুলে দেওয়া হচ্ছে নৌবাহিনীর হাতে। এই ব্রক্ষম মিসাইল গুলি বিশাখাপত্তনমে নির্মীয়মান যুদ্ধ জাহাজে মোতায়েন থাকবে।
দ্রুত এই জাহাজগুলি ভারতীয় নৌবাহিনীতে নিযুক্ত করার চেষ্টা চলছে।এই ৩৮টি সুপারসনিক ক্রজ মিসাইল নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করতে কেন্দ্রের খরচ হচ্ছে প্রায় ১৮০০ কোটি টাকা৷ এই সুপারসনিক ক্রুজ মিসাইলগুলি ৪৫০ কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। এমনকি ব্রহ্মস ঘণ্টায় ৩৭০০ কিলোমিটার বেগে ছুটে গিয়ে আঘাত হানতে সক্ষম। নিশানা নিখুঁত। ২০০৬ সালে স্থলসেনা ও নৌসেনার অস্ত্র ভাণ্ডারে যুক্ত হয় এটি। প্রাথমিকভাবে এর মারণ ক্ষমতা ২৯০ কিলোমিটার থাকলেও এখন তা বেড়ে ৪৫০ কিমি হয়েছে৷ এর আগে ভারতীয় নৌবাহিনীর হাতে একাধিক যুদ্ধজাহাজে ব্রহ্মস মিসাইল মোতায়েন করা হয়েছে৷ তবে ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে কার্যকরি মারণ অস্ত্র হল ব্রহ্মস মিসাইল। তাই আরও সুপারসনিক মিসাইল বাহিনীতে অন্তর্ভুক্ত করতে তৎপর হয়েছে কেন্দ্র। ভারত (India) ও রাশিয়া (Russia) যৌথভাবে এই ব্রহ্মস তৈরি করেছে৷