নিজস্ব প্রতিবেদন : ১৫ই আগস্ট শনিবার যথাযথ মর্যাদায় উদযাপিত হলো ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস। করোনা পরিস্থিতিতে এবছর স্বাধীনতা দিবস উদযাপন এর কর্মসূচী তে অনেকটাই কাটছাট করা হয়েছিলো। শনিবার সকাল নটার সময় রায়গঞ্জের ঘড়িমোড়ে ১০৫ ফুট উঁচু ধাতব স্তম্ভের উপর জাতীয় পতাকা উত্তোলন করেন পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার।
পতাকাটি ২০ ফুট লম্বা ও ৩০ ফুট চওড়া। এদিনের অনুষ্ঠানে রায়গঞ্জ পুরসভার কাউন্সিলারগন হাতে জাতীয় পতাকা নিয়ে মূল অনুষ্ঠান স্থলে দাঁড়িয়ে ভারত মাতা কী জয় স্লোগান দেন। বিভিন্ন সংগঠনের প্রতিনিধি গন বেলুন উড়িয়ে দিনটি উদযাপন করেন। উত্তরবঙ্গের মধ্যে এটিই সর্বপ্রথম পদক্ষেপ বলে জানিয়েছেন পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। স্বাধীনতা দিবসের দিন কসবা ও সুপার মার্কেট এলাকায় দুটি যাত্রী প্রতিক্ষালয়, শহরের বিভিন্ন ওয়ার্ডে কমিউনিটি টয়লেট, ১ ও ২ নম্বর ওয়ার্ডে আধুনিক মানের পার্কের উদ্বোধন করা হয়।
আরো পড়ুন – হাসপাতালে কেমন আছেন ভারতের রাষ্ট্রপতি?
পাশাপাশি পুরসভার পক্ষ থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে হাইমাস্ট আলো ও বিশ্ববিদ্যালয়ের মাঠে আলোকসজ্জার কাজের উদ্বোধন হয় এদিন। জেলা প্রশাসনের পক্ষ থেকে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রায়গঞ্জের কর্নজোড়ায়। এদিন ডি এম অফিস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুমিত কুমার সহ অন্যান্য আধিকারিকেরা। সামাজিক দূরত্ব বজায় রেখে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২৫ জন কোভিড যোদ্ধাকে সম্বর্ধনা দেওয়া হয়। রায়গঞ্জ থানার উদ্যোগে ও যথাযথ মর্যাদায় দিনটি পালিত হয়। থানায় জাতীয় পতাকা উত্তোলন করেন আই সি সুরজ থাপা।
প্যারেডে অংশ নেন পুলিশ কর্মীরা। উত্তর দিনাজপুর প্রেস ক্লাবেও উদযাপিত হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন করেন ক্লাবের সম্পাদক অলিপ মিত্র। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত হয়। এদিন রায়গঞ্জে অবস্থিত জেলা কংগ্রেস কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক মোহিত সেনগুপ্ত। শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন পবিত্র চন্দ সহ অন্যান্য নেতৃত্ব। জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সুপার মার্কেটে অবস্থিত জেলা কার্যালয়েও দিনটি উদযাপিত হয়। তোলা হয় জাতীয় পতাকা। সন্দীপ বিশ্বাস,অরিন্দম সরকার,মানস ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচীতে উপস্থিত ছিলেন। এদিন আর সি টি ভি অফিসেও স্বাধীনতা দিবস পালন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন এর পাশাপাশি স্বাধীনতা সংগ্রামের বর্নময় দিকগুলো নিয়ে আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিরা। রায়গঞ্জ রেলস্টেশন সংলগ্ন মাতৃসদনে স্বাধীনতা দিবস পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি কোভিড মোকাবিলায় যুক্ত চিকিৎসক ও নার্সদের সম্বর্ধনা দেওয়া হয় এদিন। এর পাশাপাশি রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে অবস্থিত আই এন টিটি ইউ সি-র জেলা কার্যালয়, এন বি এস টি সি ডিপো সহ অন্যান্য জায়গায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা দিবস পালন করা হয়।