মানিকচক , ২৫ নভেম্বর : সুপার স্পেশালিটি, মহকুমা সদর হাসপাতালগুলিকে পেছনে ফেলে সেরার তালিকায় নাম উঠে এল গ্রামীণ হাসপাতালের। জেলার মধ্যে সেরার পাশাপশি উত্তরবঙ্গের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করল মানিকচক গ্রামীণ হাসপাতাল। জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের অন্তর্গত সুশ্রী কায়াকল্প পুরস্কারে রাজ্যে ২৪ তম স্থান দখল করল মানিকচক গ্রামীণ হাসপাতাল। রাজ্য ভিত্তিক এই সম্মাননা পেতে চলেছে এই গ্রামীণ হাসপাতাল। জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করায় আপ্লুত মানিকচকের স্বাস্থ্যকর্মীরা।
উল্লেখ্য, ১৯৪৭ সালে পথ চলতে শুরু করে মানিকচক গ্রামীণ হাসপাতাল। আজও সেই পুরনো ভবন রয়েছে হাসপাতালে। এই হাসপাতালের অধীনে রয়েছে একাধিক স্বাস্থ্য কেন্দ্র। পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের রাজমহল সহ পার্শ্ববর্তী গ্রামের প্রচুর মানুষ ভিড় জমান এই গ্রামীণ হাসপাতালে। গত সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী সুশ্রী কায়াকল্প পুরস্কারে রাজ্যের ৩৩৮ টি জেলা সদর হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, মহকুমা সদর হাসপাতাল ও গ্রামীণ হাসপাতালগুলির নাম যায়। সারা রাজ্যে ৯২.৭৫ শতাংশ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে ২৪ তম, মালদা জেলায় প্রথম এবং উত্তরবঙ্গের দ্বিতীয় স্থান অধিকার করে মানিকচক গ্রামীণ হাসপাতাল। জানা গিয়েছে; ইন্টার্নাল অ্যাসেসমেন্ট, পেয়ার অ্যাসেসমেন্ট এবং এক্সটার্নাল অ্যাসেসমেন্ট এই তিনটি পর্যায়ে বিবেচনার মাধ্যমে পুরস্কার পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হয় হাসপাতালগুলি। রোগী পরিষেবা, পরিষ্কার পরিছন্নতা, রোগীর প্রতি ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ব্যবহার, রোগীদের জন্য বরাদ্দকৃত খাদ্যের গুণমান সমস্ত কিছু বিবেচনা করে এই পুরস্কার প্রদান করা হয়। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি গ্রামীণ হাসপাতাল রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। মানিকচক গ্রামীণ হাসপাতালের পাশাপাশি রাজ্যের মধ্যে মালদা জেলার বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল ৭৭ তম স্থান, গাজোল গ্রামীণ হাসপাতাল ৭৮ তম স্থান, চাচোল মহকুমা সদর হাসপাতাল ২০২ তম স্থান, ২১২ তম অধিকার করেছে মিল্কি গ্রামীণ হাসপাতাল। তবে মানিকচক গ্রামীণ হাসপাতাল এই স্থান অধিকার করায় আপ্লুত মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর হেম নারায়ন ঝাঁ। পাশাপাশি এই ঘটনায় উচ্ছসিত মানিকচকের স্বাস্থ্যকর্মীরা। আগামী কিছুদিনের মধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে মানিকচক গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।