নিউজ ডেস্ক , বালুরঘাট ১৮ সেপ্টেম্বর : এক পুলিশ অফিসারের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল বালুরঘাটে। জানা গেছে মৃত ওই পুলিশ কর্মীর নাম সুদীপ্ত দাস। তিনি বালুরঘাটের ট্রাফিক ইনচার্জের দায়িত্বে ছিলেন। পুলিশ সূত্রে খবর ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
তবে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, ট্রাফিক ওসি সুদীপ্ত দাসের মৃত্যু কিভাবে হয়েছে তা ময়নাতদন্তের পরই জানা যাবে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হয়ে থাকতে পারেন ওই পুলিশ আধিকারিক।