নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ২৬ নভেম্বর : মাত্র ৩০ টাকার লটারীর টিকিট কেটে ১ কোটি টাকা মূল্যের পুরস্কার জিতে নিলেন রতুয়া দু-নম্বর ব্লকের পরানপুর গ্রামের রাজমিস্ত্রি দানুষ আনসারী। ঘটনার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায়, পাকুয়া এলাকায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে এক টিকিট কাউন্টার থেকে টিকিট কাটেন তিনি। পরবর্তীতে জানতে পারেন তার কাছে থাকা টিকিটটি এক কোটি টাকা মূল্যের প্রথম পুরস্কার জিতে নিয়েছে। ঘটনার খবর জানতে পেরে তড়িঘড়ি বাড়ি ফিরে এসে পুকুরিয়া থানায় পুলিশি নিরাপত্তার জন্যে আশ্রয় নেন তিনি। ১ কোটি টাকার পুরস্কার জিতে খুশি তার আত্মীয়স্বজন থেকে শুরু করে গ্রামবাসীরা।
তার এক আত্মীয় রাজু আনসারী বলেন, সন্ধ্যা নাগাদ তিনি জানতে পারেন যে তার টিকিটে এক কোটি টাকা মূল্যের পুরস্কার উঠেছে। পাকুয়াহাটে রাজমিস্ত্রির কাজ করতে যাওয়ার সময় এই টিকিট কাটেন তিনি। এতে খুব আনন্দিত আমরা। পুলিশি নিরাপত্তার জন্য সপরিবারে তাকে থানায় নিয়ে আসি। এব্যাপারে দানুষ আনসারী জানিয়েছেন, রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলাম। তখন ৩০ টাকা মূল্যের এই টিকিটটি ক্রয় করি। সন্ধ্যে নাগাদ মোবাইলে দেখতে পাই পাকুয়াহাট একটি বিক্রীত টিকিটে এক কোটি টাকা মূল্যের পুরস্কার উঠেছে। তখনই মোবাইলে টিকিটের নাম্বারটি মিলিয়ে দেখি। দেখি দুটো নাম্বারে মিলে গিয়েছে। কাজের থেকে তখনই বাড়ি চলে আসি। লকডাউন এর পর থেকে মাঝে মাঝে টিকিট কাটতাম। তবে আমাদের অভাবের সংসারে এই টাকা খুব কাজে লাগবে। এই টাকা দিয়ে মেয়ের বিয়ে এবং পরবর্তীতে বাড়িঘর তৈরি করতে কাজে লাগবে। সপরিবারে বাড়ি থেকে থানায় এসেছি পুলিশ প্রশাসনের নিরাপত্তা নিতে যাতে কেউ হামলা করতে না পারে।