নামকীর্তনের আয়োজন মালদা জেলার মানিকচকে, ভীড় ভক্তবৃন্দের

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ২২ নভেম্বর : মানিকচকের ব্লকের অন্তর্গত লালবাথানী হরিবাসর ধর্মসংস্থার উদ্যোগে ২৪ প্রহরব্যাপি নামকীর্তনের আয়োজন করা হয়েছিল শনিবার সন্ধ্যায়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল। এদিনের সন্ধ্যার নামকীর্তনে ভীড় জমিয়েছিলেন অসংখ্য ভক্তবৃন্দরা।

গৌরবাবু তার বক্তব্যে জানান, লালবাথানি হরিবাসর ক্লাবের উদ্যোগে প্রতিবছর ঐতিহ্যবাহী দুর্গাপূজা এবং ঐতিহ্যবাহী শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন ও রাস উৎসবের আয়োজন করা হয়। এবছর করোনা আবহে যথাযথ স্বাস্থ্য সচেতনতা মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠান সনাতন ধর্মীয় ভাবাবেগকে সকলের সামনে রাধাকৃষ্ণের নামসংকীর্তনের মাধ্যমে তুলে ধরার এক মহৎ প্রয়াস। তিনি এই অনুষ্ঠানে আগেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এবং আনন্দিত হয়েছেন এবারেও প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন তিনি সর্বদা লালবাথানি হরিবাসর ক্লাবের পাশে ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তাদের সুবিধা-অসুবিধায় তিনি তাদের পাশে থেকে যথাসম্ভব সাহায্য করবেন। এহেন অনুষ্ঠানের দ্বারা সকল জনগণের মধ্যে ভক্তিভাব জাগ্রত হোক তিনি এই আশা করেছেন। পাশাপাশি সকলকে সনাতন হিন্দু ধর্মের আদর্শ অনুযায়ী জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সৌভ্রাতৃত্ব সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়েছেন। গৌর চন্দ্র মন্ডলের উপস্থিতিতে অত্যন্ত আনন্দিত হয়েছেন অনুষ্ঠানের সকল আয়োজকবৃন্দ এবং সকল সুধী ভক্তগন।

Next Post

করোনা আবহে জগদ্ধাত্রী পুজােয় সামিল মালদা জেলাবাসী

Sun Nov 22 , 2020
নিজস্ব সংবাদদাতা , মালদা , ২২ নভেম্বর : জগদ্ধাত্রী পুজােয় মেতে উঠল মানিকচকের মথুরাপুরবাসী। করোনা আবহকে মাথায় রেখে একটু অন্যরকমভাবে পুজা পরিচালনা করছে মথুরাপুরের ইউনাইটেড ক্লাব এন্ড লাইব্রেরী। গত শুক্রবার ছিল ষষ্ঠী। ষষ্ঠীর দিন থেকেই মায়ের আরাধনায় মগ্ন হয় এলাকাবাসী। করোনা আবহকে মাথায় রেখে এবছর খোলামেলা করা হয়েছে পুজো মণ্ডপ। […]

আপনার পছন্দের সংবাদ