নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ০৩ ডিসেম্বর : পাট বোঝাই ট্রাক উল্টে গুরুতর আহত এক শিশু কন্যা পাশাপাশি ট্রাকের তলায় চাপা পড়ে মৃত্যু হল দুটি গবাদি পশুর। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচক থানার মথুরাপুর অঞ্চলের শঙ্করটোলা এলাকায়। এঘটনায় ক্ষতিগ্রস্ত আশেপাশের বাড়ির একাংশ।
ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ পৌঁছে ট্রাক উদ্ধারের কাজ শুরু করে। যদিও ঘটনার পর থেকে পলাতক ওই ট্রাকের চালক। জানা গিয়েছে, শঙ্করটোলা এলাকার একটি গোডাউনে সেই ট্রাকে পাট বোঝাই করা হয়। এরপর পাট বোঝাই করে ট্রাকটি গোডাউন থেকে বেরোনো মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এঘটনায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক শিশুকন্যার গুরুতর আঘাত লাগে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত শিশু কন্যাকে কোনোক্রমে উদ্ধার করে মানিকচক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মালদা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করেন। পাশাপাশি, ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু হয় দুটি ছাগলের। ট্রাকে চাপা পড়ে যায় একটি মোটরবাইক ও ক্ষতিগ্রস্ত হয় পাশের বাড়ির একাংশ। যদিও ঘটনার পর থেকে পলাতক ট্রাক চালক ও গোডাউন মালিক। এদিকে পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাক উদ্ধারের কাজ শুরু করেছে। যদিও পলাতক ওই ট্রাকের চালক। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওভারলোডিং এর কারণে দুর্ঘটনা ঘটেছে। বিগত দিনে আরও ট্রাক দুর্ঘটনা ঘটেছিল এলাকায়। তারপরও প্রশাসন ব্যবস্থা গ্রহণ করছে না। এই ঘটনায় প্রশাসন যাতে উচিত ব্যবস্থা গ্রহণ করে পাশাপাশি এই গ্রাম্য এলাকায় পাট বোঝাই বন্ধ হয় তার দাবি করেছেন এলাকাবাসীরা।