পাট বোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা মানিকচকে; ওভারলোডিং এর কারণে দুর্ঘটনা-দাবী স্থানীয় বাসিন্দাদের

পাট বোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা মানিকচকে; ওভারলোডিং এর কারণে দুর্ঘটনা-দাবী স্থানীয় বাসিন্দাদের

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ০৩ ডিসেম্বর : পাট বোঝাই ট্রাক উল্টে গুরুতর আহত এক শিশু কন্যা পাশাপাশি ট্রাকের তলায় চাপা পড়ে মৃত্যু হল দুটি গবাদি পশুর। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচক থানার মথুরাপুর অঞ্চলের শঙ্করটোলা এলাকায়। এঘটনায় ক্ষতিগ্রস্ত আশেপাশের বাড়ির একাংশ।

ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ পৌঁছে ট্রাক উদ্ধারের কাজ শুরু করে। যদিও ঘটনার পর থেকে পলাতক ওই ট্রাকের চালক। জানা গিয়েছে, শঙ্করটোলা এলাকার একটি গোডাউনে সেই ট্রাকে পাট বোঝাই করা হয়। এরপর পাট বোঝাই করে ট্রাকটি গোডাউন থেকে বেরোনো মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এঘটনায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক শিশুকন্যার গুরুতর আঘাত লাগে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত শিশু কন্যাকে কোনোক্রমে উদ্ধার করে মানিকচক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মালদা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করেন। পাশাপাশি, ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু হয় দুটি ছাগলের। ট্রাকে চাপা পড়ে যায় একটি মোটরবাইক ও ক্ষতিগ্রস্ত হয় পাশের বাড়ির একাংশ। যদিও ঘটনার পর থেকে পলাতক ট্রাক চালক ও গোডাউন মালিক। এদিকে পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাক উদ্ধারের কাজ শুরু করেছে। যদিও পলাতক ওই ট্রাকের চালক। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওভারলোডিং এর কারণে দুর্ঘটনা ঘটেছে। বিগত দিনে আরও ট্রাক দুর্ঘটনা ঘটেছিল এলাকায়। তারপরও প্রশাসন ব্যবস্থা গ্রহণ করছে না। এই ঘটনায় প্রশাসন যাতে উচিত ব্যবস্থা গ্রহণ করে পাশাপাশি এই গ্রাম্য এলাকায় পাট বোঝাই বন্ধ হয় তার দাবি করেছেন এলাকাবাসীরা।

Next Post

পড়ুয়াদের জন্যে কল্পতরু মুখ্যমন্ত্রী, ৯ লাখ ট্যাব পড়ুয়াদের

Thu Dec 3 , 2020
নিউজ ডেস্ক , ০৩ ডিসেম্বর : কোভিড পরিস্থিতিতে গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলি। স্কুল কলেজ কবে খুলবে, সেই বিষয়ে রয়েছে অনিশ্চয়তা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও থেমে নেই পড়াশোনা। বর্তমান পরিস্থিতিতে পড়াশোনার ক্ষেত্রে ভরসা অনলাইন ক্লাস। কোভিড পরিস্থিতিতে অনলাইন ক্লাস হলেও, বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে কম্পিউটার […]

আপনার পছন্দের সংবাদ