নিউজ ডেস্ক , ১৯ ডিসেম্বর : দু’দিনের ঠাসা কর্মসূচি নিয়ে শুক্রবার রাতেই কলকাতায় পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে প্রথমে যান কলকাতার সিমলা স্ট্রীটে স্বামী বিবেকানন্দ’র পৈত্রিক বাড়িতে। সেখানে স্বামীজীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এরপরে বাড়ির ভিতরে থাকা স্বামীজীর জন্মভিটে ঘুরে দেখে স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ দেব এবং সারদা দেবীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন অমিত শাহ। স্বামীজীর বাড়িতে প্রতিষ্ঠিত শিব মন্দিরেও পুজো দেন তিনি। পরে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আজকের দিনটি তাঁর কাছে অত্যন্ত সৌভাগ্য এবং আনন্দের। স্বামীজীর জন্মস্থানে এসে তিনি গর্বিত। তিনি আরও বলেন, ভারতের দর্শন সারা বিশ্বে খ্যাত। স্বামী বিবেকানন্দ সেই দর্শনকে বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। ভারতের জ্ঞান ও সংস্কৃতিকে সমগ্র বিশ্বের কাছে পরিচিত করেছিলেন। স্বামীজীর ভাবনা ও চিন্তাধারা আজও প্রাসঙ্গিক।’ এখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে গিয়ে তিনি সীমান্তরক্ষী বাহিনীর হেলিকপ্টারে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হবেন।