নিউজ ডেস্ক , ৯ ডিসেম্বর : “যানজট মুক্ত রায়গঞ্জ শহর চাই”-এই দাবীতে একাধিকবার সরব হয়েছেন শহরের সর্বস্তরের মানুষজন। ব্যবসায়ী সংগঠন থেকে রাজনৈতিক মহল প্রত্যেকেই রায়গঞ্জ শহরের যানজটে জেরবার। এর থেকে নিস্তার পেতে রায়গঞ্জ শহরে ফ্লাইওভার এবং সাবওয়ে তৈরীর দাবী ওঠে। যার প্রক্রিয়া শুরু হয় ২০২২ সালের শুরুতে।
এখন ২০২৩ সাল শেষের পথে। প্রায় ২ বছর হতে চলল। এই প্রকল্প এখন বিশবাঁও জলে। কিন্তু কিসের জটিলতায় থমকে গেল এই প্রকল্পের কাজ। ২০২২ সালের মাঝামাঝি সময়ে কাটিহার ডিআরএমের নির্দেশে এই প্রকল্পের জন্য বেশ কয়েকবার রেল আধিকারিকরা পরিদর্শনও করে যান। কিন্তু তারপরেও আর এগোয়নি প্রকল্পের কাজ। নেপথ্যে উঠে আসে এনওসি নিয়ে রাজনৈতিক মতবিরোধ। একদিকে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি অপরদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু এসবের মাঝে যানজটে হয়রানির শিকার হচ্ছেন রায়গঞ্জ শহরবাসী। এ নিয়ে অবশ্য কাদা ছোঁড়াছুড়ি চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। গত কয়েকদিন আগেই এই ইস্যুতে রায়গঞ্জে আন্দোলনে নেমেছিল বিজেপি।
ক্রমবর্দ্ধমান চুরি কান্ডে পুলিশী নিস্ক্রিয়তার প্রতিবাদে আন্দোলন
তারা সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছে। এদিকে লোকসভা ভোটের আগে এ নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও। কেন এই প্রকল্পের কাজ থমকে তা নিয়ে সবিস্তারে বিষোদগার করলেন রায়গঞ্জের পৌর প্রশাসক তথা জেলা তৃনমূল মুখপাত্র সন্দীপ বিশ্বাস। তিনি জানান, বিজেপি দলটি পরিয়ায়ী পাখির মত। ভোটের মরশুমে সক্রিয় হয়। আবার ভোট পেরিয়ে গেলে দমে যায়। তিনি জানান রায়গঞ্জ শহরের যানজট এড়াতে পৌরসভা স্থাবীয় ভাবে একাধিক উদ্যোগ নিয়েছেন। শুধু তাই নয় ফ্লাইওভার কিংবা সাবওয়ে ইস্যুতে তিনি একাধিকবার ডিআরএম কে চিঠিও দিয়েছেন।
সুজয়কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম থেকে নিয়ে যেতে হাজির ইডি
কিন্তু কোনো উত্তর মেলেনি। তিনি রাজ্যের পরিবহন মন্ত্রীকেও চিঠি দিয়েছেন। সেই সমস্ত চিঠির প্রতিলিপি এদিন সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন সন্দীপ বাবু। বিজেপিকে এখন লোক দেখানো আন্দোলন করছে। পাল্টা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঝড় তোলেন বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার। তিনি জানান, তৃণমূল মিথ্যাচার করছে। ২০২২ সালের জানুয়ারি মাসে সাংসদ দেবশ্রী চৌধুরী প্রথম এই ফ্লাইওভার নিয়ে উদ্যোগী হয়। কিন্তু তার পরেও প্রশাসন ও পৌরসভা এনওসি নিয়ে কোনো উদ্যেগ নেয়নি। এনিয়ে এদিন তীব্র কটাক্ষ করেন বাসুদেব বাবু। রাজনৈতিক এত মত বিরোধের মাঝে প্রশ্ন একটাই। রায়গঞ্জে ফ্লাইওভার নির্মান কি আদৌ হবে? যার উত্তর মেলা ভার।