নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ০৯ নভেম্বর : অঞ্চল সভাপতি নির্বাচন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুরে। জানা গিয়েছে, অঞ্চল সভাপতির নাম প্রস্তাবকে ঘিরে ছয় দলের কমিটির আলোচনার পরেই সঞ্জিব গুপ্তা সভাপতি হচ্ছেন এমন গুঞ্জন শুরু হয়ে যায় এলাকাজুড়ে।এরপরেই রবিবার দলীয় কার্যালয় ঘিরে বিক্ষোভ দেখায় দলের বিরুদ্ধ গোষ্ঠী।
তেঁতুলবাড়ি এলাকা থেকে মিছিল করে দলীয় কার্যালয়ের সামনে হাজির হন বিক্ষোভকারীরা।তাদের অভিযোগ,সঞ্জিব গুপ্তা দলে সেভাবে সক্রিয় নন।ব্যবসায়িক মানুষ হিসেবে তিনি নিজের স্বার্থেই দলে এসেছিলেন। এমনকী ১০০দিনের কাজে টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।তাই তার বদলে হরিশ্চন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্রকে অঞ্চল সভাপতি করতে হবে বলেও তারা দাবি তোলেন।যদিও সঞ্জিব গুপ্তা জানিয়েছেন, দলের অঞ্চল সভাপতি নিয়োগের ব্যাপারে তার কিছু জানা নেই। তবে নিজেকে দলের সক্রিয় কর্মী হিসেবেই দাবী করেছেন তিনি। পাশাপাশি তাকে বদনাম করার জন্যই মিথ্যে টাকা আত্মসাৎ এর অভিযোগ আনা হয়েছিল বলে দাবী তার।অন্যদিকে এলাকার তৃণমূল নেতা বিকাশ ব্যানার্জি বলেন, আদিত্য মিশ্রকে অঞ্চল সভাপতি করার দাবি জানিয়েছে কয়েকজন।তবে এনিয়ে কোন ঝামেলা হয়নি।গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে।