নিউজ ডেস্ক , ইসলামপুর , ২৮ সেপ্টেম্বর : উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসনিক কর্তারা। সোমবার ইসলামপুরের পাশাপাশি চোপড়া, গোয়ালপোখর এক ও দুই ব্লক ছাড়াও করণদিঘির বিস্তীর্ণ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জেলা শাসক অরবিন্দ কুমার মীনা
উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসনিক কর্তারা। সোমবার ইসলামপুরের পাশাপাশি চোপড়া, গোয়ালপোখর এক ও দুই ব্লক ছাড়াও করণদিঘির বিস্তীর্ণ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জেলা শাসক অরবিন্দ কুমার মীনা। উল্লেখ্য টানা বর্ষণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চোপড়া ব্লকের মেধাবস্তি গ্রামের বাসিন্দারা। জলের তোড়ে গ্রামের আস্ত একটি কালভার্ট ভেঙে ভেসে গিয়েছে গোটা গ্রাম। পাশাপাশি হাঁসখালিতে ধানের জমি জলের তোড়ে কেটে গিয়ে দীর্ঘ এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে বড় ক্যানেল। ত্রাণ সামগ্রী না পেয়ে রবিবার চোপড়া বিডিও অফিসের গুদাম ঘরের তালা ভেঙ্গে ত্রাণ সামগ্রী লুঠ করেন দুর্গত মানুষজন।
এদিন জেলা শাসককে সামনে পেয়ে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দাবি করেন কৃষকেরা। জেলাশাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন, যে ঠিকাদার সংস্থা রাস্তার কাজ করেছে তাদেরকে রাস্তা তৈরির ক্ষেত্রে শীঘ্রই ব্যবস্থা নিতে বলা হয়েছে। সাধারণ মানুষ যাতে কোন অসুবিধার সম্মুখীন না হন সেব্যাপারে ব্যবস্থা নিতে ব্লক প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জলমগ্ন এলাকার সমস্ত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করতে মহকুমা শাসক ও বিডিওকে বলা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে কালভার্ট নির্মাণ হবে এবং মহাত্মা গান্ধী জাতীয় কর্ম নিশ্চয়তা প্রকল্পের মাধ্যমে ভেঙে যাওয়া রাস্তা নির্মাণ হবে বলে এদিন আশ্বাস দেন জেলা শাসক।