কৃত্তিকা
লিখেছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য
তুমি প্রফুল্ল সেনের নাম শুনেছো তো?? নিশ্চয়ই শুনেছো, কিন্তু উনি যে দিন মারা যান, সেদিনের কথা তোমায় বলা হয়নি….
সাংবাদিক হিসেবে ওনার মৃত্যুর দিনটা আমি দেখেছিলাম| মধ্য কলকাতার যে ফ্ল্যাটে উনি থাকতেন, সেখানে হাতে গোনা কয়েকজন লোক গিয়েছিলেন| এই বঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ যাত্রায় সাকুল্যে হয়তো ১০০ লোক ছিল….
হঠাৎ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেনের মৃত্যুর দিনের কথা তুললাম কেন??
আসলে সকালে অস্ট্রেলিয়া থেকে ফোন এসেছিল|
অস্ট্রেলিয়া নিয়ম করে দিয়েছে, কেউ মারা গেলে শেষযাত্রায় ৬ জন সঙ্গী হতে পারবেন| যদি এই সময়েও কেউ বিয়ে করতে চান,তাহলে ৪ জনকে আমন্ত্রণ করা যাবে| তার মানে ধরে নাও, বিয়ে করলে পাত্র পাত্রীর বাবা মাই শুধু থাকবেন, আর কেউ নয়|
আজ থেকে ঠিক দুবছর আগে, আমরা অস্ট্রেলিয়া বেডাতে গিযেছিলাম,তোমার মনে আছে নিশ্চয়….
ভেবে দেখো,এই কিছুদিন আগে পর্যন্ত অস্ট্রেলিয়ার কি অবস্থা ছিল। মেলবোর্ন এর রাস্তায় কেউ নেই, সিডনি অপেরা হাউসের সামনে টা খাঁ খাঁ করছে…তুমি যেখানে বসে ফিশ অ্যান্ড চিপস খেতে, সেই রেস্তোরা গুলোই বন্ধ…
এই করোনার পৃথিবীতে সোশ্যাল ডিসট্যান্সিংটাই একমাত্র বাস্তব…
পৃথিবীর অন্য গোলার্ধের গল্প টা তো তুমি মাসীর কাছে শুনছোই…
আমেরিকায় করোনায় যাঁরা মারা গিযেছেন, প্রিয়জন তাঁদের শেষ দেখাটুকুও দেখতে পান নি…সরকারই তাঁদের কবর দিয়ে দিযেছ..
নিউইয়র্ক টাইমস লিখেছে, টুইন টাওয়ারে হামলার পর তো নয়ই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও আমেরিকা এই দৃশ্য দেখেনি…করোনায় মৃত প্রিয়জন কে শেষ বিদায় জানানোর সুযোগটুকুও মার্কিন নাগরিকরা পাচ্ছেন না….
করোনা আমাদের সবাইকে একটা অদ্ভুত পৃথিবীতে নিয়ে এসেছে..
কৃত্তিকা,
দেখ বিধিনিষেধ তো থাকবে, আমাদের সেটা মানতেও হবে…গোটা পৃথিবীই মানছে….
কিন্তু যেটা বেশি ভাবায় সেটা অন্ধবিশ্বাস…ভুল ধারণা…
এই করোনার সময়েই তো তুমি খবরে দেখেছো তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত এবং মৃত এক চিকিৎসকের দেহ কবর দিতে গেলে সবাইকে আক্রান্ত হতে হয়?? যে চিকিৎসক করোনার চিকিৎসা করতে করতে নিজে সংক্রামিক হয়ে মারা গেলেন, তিনি মাটির নীচেও জায়গা পাবেন না??
বিক্ষোভ হবে?? ইটপাটকেল ছোঁড়া হবে??
এই অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে, ভুলের বিরুদ্ধে তোমাকে কাজ করতে হবে….এটাই আগামী পৃথিবীর ব্রত….
তুমি তো ইমিউনোলজি নিয়েই গবেষণা করতে চাও….মানুষের প্রতিরোধক্ষমতা, প্রতিষেধকের ভূমিকা তোমার কাজের বিষয় হবে…
এই করোনা জর্জরিত পৃথিবীতে যা পড়লে, যা শিখলে, তা যেন আগামীদিনে তোমার কাজে লাগে, মানুষের কাজে লাগে…