নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১০ অক্টোবর : বর্তমান পরিস্থিতিতে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ মানুষের স্বার্থে রাধিকাপুর এক্সপ্রেস চালু করার দাবি জানাল রায়গঞ্জ শহর কংগ্রেস কমিটি। এরই পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে রায়গঞ্জ স্টেশন মাস্টারের কাছে স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতাকর্মীরা।
জেলা কংগ্রেসের পক্ষে পবিত্র চন্দ বলেন পুজোর আগে ট্রেন চলাচল বন্ধ থাকায় ব্যাপক সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, নানা প্রয়োজনে এবং দূর-দূরান্তে চিকিৎসার উদ্দেশ্যে সাধারণ মানুষ কলকাতায় যেতে পারছেন না এই ট্রেনটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায়। তাই অবিলম্বে ট্রেনটি চালু করার ব্যাপারে আমরা কাটিহার ডিভিশনের ডিআরএম এর কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে রায়গঞ্জের স্টেশন মাস্টার রাজু কুমারের মাধ্যমে।