করোনা আবহেই উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী

করোনা আবহেই উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক, ১৬ সেপ্টেম্বর :    করোনা সংক্রমণের মধ্যেই এবার উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সূত্রের খবর সব ঠিক থাকলে আগামী ২১-শে সেপ্টেম্বর উত্তরবঙ্গে পৌঁছাবেন তিনি। একাধিক কর্মসূচী সেরে ২৪ শে সেপ্টেম্বর তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে। জানা গেছে, উত্তরবঙ্গের সমস্ত জেলাশাসকের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

বৈঠকে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গের মন্ত্রী এবং অন্যান্য প্রশাসনিক কর্তারা। সূত্রের খবর, মূলত করোনা পরিস্থিতির মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলি কোথায় অবস্থান করছে, তা খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। কোন জেলাতে কী কাজ হয়েছে, কোন প্রকল্পে পিছিয়ে রয়েছে তার হিসেব নেবেন তিনি। এর সঙ্গে উত্তরবঙ্গে বেশকিছু প্রকল্পের ও শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি।

উল্লেখ্য সামনের বছরই বিধানসভা নির্বাচন। অন্যান্যবার জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু করোনা আবহে এবার তা সম্ভব হয় নি। ভার্চুয়াল সভাতেই কাজ সারতে হয়েছে । সূত্রের খবর, করোনার সংক্রমণ বলার মতো না কমলেও, করোনা আবহেই প্রথম জেলাসফর শুরু করে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপির চমকপ্রদ উত্থানে অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসক দল। তাই সময় নষ্ট না করে এখন থেকেই সংগঠন কে শক্তিশালী করার চেষ্টা শুরু করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

Next Post

দ্বারভাঙ্গাও পেল এইমস, পেল না শুধু রায়গঞ্জ !

Wed Sep 16 , 2020
নিউজ ডেস্ক, ১৬ সেপ্টেম্বর :    হাজার অশান্তি, বিতর্ক, টালবাহানার পর রায়গঞ্জের পানিশালায় প্রস্তাবিত এইমস আজও গড়ে না ওঠায় আক্ষেপ,ক্ষোভ, অভিমান এখনও তীব্র উত্তর দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গের বাসিন্দাদের। আর এরই মধ্যে বিহারবাসীর জন্য ফের সুখবর এল স্বাস্থ্য পরিষেবায়। যা এখনও অধরা মাধুরী রায়গঞ্জের কাছে। পাটনার পর দ্বারভাঙ্গাতেও এবার তৈরি হবে […]

আপনার পছন্দের সংবাদ