নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৭ নভেম্বর : লাল, গোলাপি, হলুদ সহ রং বাহারি ডিজাইনের মনমাতানো কম্বল নিয়ে রায়গঞ্জে হাজির হয়েছেন উত্তর প্রদেশের মুরাদাবাদ জেলার কম্বল ব্যবসায়ীরা ৷ শীত এলেই প্রতিবছর তারা কয়েকশো কিমি পথ অতিক্রম করে রায়গঞ্জে আসেন বাড়তি রোজগারের আশায়৷ এবারেও এসেছেন নজরকাড়া কম্বলের পসার নিয়ে। কিন্তু করোনার ধাক্কায় বাজার মন্দা। ফলে মন খারাপ ওই প্রবাসী ব্যবসায়ীদের।
শীত এলে কদর বাড়ে লেপ, কম্বলের মতো গরম কাপড়ের। প্রতিটি শহরেই স্থায়ী বিভিন্ন দোকানের পাশাপাশি বাইরে থেকেও প্রবাসী বিক্রেতারা মনমাতানো কম্বল নিয়ে হাজির হন৷ কোথাও রাস্তার ধারে আবার কোথাও দোকান ঘরে কম্বলের প্রসার সাজিয়ে বসেন তারা। বিভিন্ন দামের এই কম্বল প্রতি বছর ভালোই বিক্রি হয় ৷ তাই শীতের মরসুমে বাড়তি রোজগারের আশায় প্রতিবছরের মতো এবারেও দূরদূরান্ত থেকে রায়গঞ্জে রকমারি কম্বল নিয়ে এসেছেন কম্বল বিক্রেতারা ৷ কিন্তু করোনার ধাক্কায় বাজার জমে ওঠেনি এখনও৷ উত্তর প্রদেশের মুরাদাবাদ জেলা থেকে আসা এই প্রবাসী কম্বল বিক্রেতারা বলেন, প্রতিবছরই তারা সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী কম্বল নিয়ে আসেন। এবারেও কম্বল নিয়ে এলেও ক্রেতার দেখা নেই৷ তাদের অনুমান করোনার কারণে এবার বাজার মন্দা। সাধারণ মানুষের হাতে পর্যাপ্ত অর্থের জোগান না থাকাতেই এবার ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। উল্লেখ্য বর্তমানে লেপের পরেই কম্বলই শহরাঞ্চলের মানুষের প্রথম পছন্দ। রকমারি এই কম্বল শীতের সময় ব্যাপক ভাবে বিক্রি হয়৷ তবে শীত এখনও সেভাবে না পড়লেও আশা ছাড়ছেন না এই প্রবাসী বিক্রেতারা।