নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ১০ অক্টোবর : রায়গঞ্জ ব্লকের ভাতুন গ্রাম পঞ্চায়েত এলাকার হাটখোলায় অবস্থিত বাস স্ট্যান্ডের বেহাল দশায় সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি এলাকায় একটি বাসস্ট্যান্ডের প্রয়োজন। কিন্তু স্থানীয় এই এলাকা থেকেই বাম ও ডান দুই পক্ষেরই বিধায়কের বসবাস থাকা সত্বেও এখনও একটি বাস দাঁড়ানোর জায়গা পর্যন্ত গড়ে তোলা হয়নি।
এব্যাপারে জনপ্রতিনিধিদের দোষারোপ করেছেন এলাকার বাসিন্দারা। রায়গঞ্জ শহর থেকে ২৬ কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশ সীমান্তবর্তী ভাটোল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে নিত্যদিন বহু মানুষ নির্দিষ্ট কয়েকটি বাস চলাচলের মাধ্যমে শহরের সাথে যোগাযোগ রক্ষা করে। কিন্তু ভাটোল হাটখোলা এলাকায় বাস দাঁড়ানোর জায়গায় বর্ষাকালে বেশ জল কাদায় ভরে যায়। তবে গত কয়েকদিন ধরে বৃষ্টি না হলেও হাটখোলা ঢোকার রাস্তায় কাদায় ভরে থাকছে। এব্যাপারে অবিলম্বে কোনো ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন তারা, বলে জানিয়েছেন গ্রামবাসীরা। তাদের আরও বক্তব্য, একেই বাস স্ট্যান্ডের বেহাল দশা,তার উপর প্রাক্তন সাংসদ দীপা দাশমুন্সির আমলে তৈরি যাত্রী প্রতীক্ষালয়টিও এখন আড্ডা মারার জায়গায় পরিণত হয়েছে। সেখানে আর কেউ কোনো যাত্রী দাঁড়িয়ে থাকেন না,সেখানে এখন দিনদুপুরে মদ, জুয়ার আসর বসে নিত্যদিন।