সূর্যের তেজ কমছে,হ্রাস পাচ্ছে ঔজ্জ্বল্য !

সূর্যের তেজ কমছে,হ্রাস পাচ্ছে ঔজ্জ্বল্য !

ডিজিটাল ডেস্ক :  মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা জানালেন, সূর্যের ২৫তম সোলার সাইকেল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখন শক্তিশালী সৌরঝড় হতে পারে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, যখনই সূর্য ম্লান হয়ে পড়ে তখনই কয়েক মাস বা বছর পরে এঘটনা হয়ে থাকে।

 

ছবি – সংগৃহীত

উল্লেখ্য, গত বেশ কয়েক মাস ধরে সূর্য নিস্তেজ ছিল। আলোও ছিল ম্লান। কোনও রকম সৌরঝড় বা কোনও কিছু লক্ষ্যও করা যায়নি। তবে মনে করা হচ্ছে, নিকট ভবিষ্যতে সূর্যে উথাল পাথাল হতে পারে।নাসায় কর্মরত ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী লিকা গুহঠাকুরতা (Lika Guhathakurata) জানিয়েছেন, সম্প্রতি একটি শক্তিশালী করোনিয়াল তরঙ্গ বা একটি সৌর শিখা দেখা গেছে। একই সঙ্গে দেখা গেছে একটি বড় কালো দাগও। যা বুঝিয়ে দিচ্ছে, সূর্য তার নতুন সোলার সাইকেলের কাজ শুরু করেছে।

নাসার আগে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটও দাবি করেছিল, পৃথিবীতে সূর্যই একমাত্র শক্তির উৎস। তবে গত ৯০০০ বছর ধরে এটি ধারাবাহিকভাবে দুর্বল হচ্ছে। এর উজ্জ্বলতা হ্রাস পাচ্ছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, আমাদের ছায়াপথের অন্যান্য তারার তুলনায় সূর্যের উজ্জ্বলতা ম্লান ক্রমশ হয়ে যাচ্ছে। গত ৯০০০ বছরে এর উজ্জ্বলতা পাঁচ গুণ কমেছে। বিজ্ঞানীরা বলছেন, সূর্যের সঙ্গে সূর্যের মতো আরও কয়েক হাজার তারার তুলনা করেই তারা এই সিদ্ধান্তে আসা হয়েছে। তাই বিজ্ঞানীরা বলেন, হ্রাস পাচ্ছে সূর্যের ঔজ্জ্বল্য।

মনে করা হয় সূর্যের বয়স ৪.৬ বিলিয়ন বছর। সে তুলনায়, ৯ হাজার বছর কিছুই না। কিন্তু বিজ্ঞানীদের দাবি, গত ৯ হাজার বছরে এর উজ্জ্বলতা পাঁচ গুণ কমেছে।

Next Post

কোভিড যোদ্ধাদের শ্রদ্ধা বিরাট ব্রিগেডের

Fri Sep 18 , 2020
নিউজ ডেস্ক , ১৮ সেপ্টেম্বর :  আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরূ হতে চলেছে ড্রিম ইলেভেন আই পি এল ২০২০ (Dream XI IPL 2020)। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। তবে দেশের মাটিতে হয় সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে দর্শকশূন্য গ্যালারিতে […]

আপনার পছন্দের সংবাদ