নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ০৯ নভেম্বর : এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো ডালখোলা থানার সূর্যাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায় সোমবার ভোরে ডালখোলা থানার সূর্যাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে শিমুলিয়া গ্রামে যাওয়ার রাস্তার পাশে থাকা জমিতে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
খবর চাওর হতেই ঘটনাস্থলে ভিড় জমায় এলাকাবাসীরা। পাশাপাশি খবর দেওয়া হয় ডালখোলা থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মৃতদেহ উদ্ধার করে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে পুলিশ। পরবর্তীতে মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ডালখোলা থানার পুলিশ। তবে সঠিক কি কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায় নি, এমনটাই জানিয়েছেন ডালখোলা থানার আধিকারিক। পরিচয় জানা না গেলেও পুলিশের অনুমান মৃত ওই মহিলার বয়স আনুমানিক ৪২ বছর। ডালখোলা থানার ওসি মনজিত দাস জানান, সূর্যাপুর ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার শিমুলিয়া গ্রামে যাওয়ার রাস্তার পাশে থাকা জমিতে এক অজ্ঞায় মহিলার মৃত দেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে। ওই মহিলার পরিচয় জানতে তদন্ত শুরু করার পাশাপাশি মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ডালখোলা থানার পুলিশ।