
গাজোল, ২৪জুন : নদী থেকে এক প্রৌঢ়ের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়।বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে গাজোল ব্লকের অন্তর্গত দক্ষিণ আলিনগর এলাকায়। মৃতের নাম অরুন মাঝি (৭১)। সে গাজোল ব্লকের কালিয়াবাদ এলাকার বাসিন্দা।
জানা যায়, বুধবার সকাল থেকে ওই পৌঢ় নিখোঁজ ছিলেন। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিশ মেলেনি। এরপর বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ তার বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দুরে মহানন্দা নদীতে অরুণ মাঝির দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনার জেরে তাঁর পরিবার ও পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। ওই পৌঢ় মদ্যপ অবস্থায় যাওয়ার সময় বেসামাল হয়ে নদীতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। শোকের আবহ ছড়িয়েছে মৃতের পরিবারে।
