নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ১৮ অক্টোবর : অপেক্ষার প্রায় অবসান। মা আসছেন মর্ত্যে। তাই দেবীকে স্বাগত জানাতে সাজোসাজো রব চারিদিকে। অন্যান্য বছর জাঁকজমকপূর্ণ পুজো হলেও এবছর করোনা আবহ বাধ সেধেছে আপামর বাঙালির আনন্দে। বড় বড় পুজো কমিটি গুলি কেবল নিয়মনিষ্ঠা মেনে পুজোর দিকেই মনোযোগ দিচ্ছেন।
উত্তরদিনাজপুর জেলার হেমতাবাদে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো হয়। তার মধ্যে অন্যতম ঠাকুরবাড়ি ইয়ং স্পোর্টিং ক্লাবের পুজো। এই বছর এই পুজোর ৭৪ তম বর্ষ। মুখ্যমন্ত্রীর তরফে দেওয়া আর্থিক অনুদান এবং পুজো কমিটির সদস্যদের দেওয়া চাঁদা দিয়েই পুজো করছেন উদ্যোক্তার। প্রতিবছর বড় করে মন্ডপ, প্রতিমা এবং তার সাথে মানানসই আলোকসজ্জা করলেও এই বছর করোনার কারণে সরকারি নির্দেশ মেনে বাজেট কমিয়ে ছোট করেই পুজো করছেন উদ্যোক্তারা। পুজোর দিনগুলোতে করোনা নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে পুজো কমিটির সদস্যরা।