নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, ০২ অক্টোবর : পথ দুর্ঘটনায় দুই বাইক আরোহীর গুরুতর আহত হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রায়গঞ্জের তেতুল তলা এলাকায়। দুর্ঘটনা প্রতিবাদে ঘন্টা দু’য়েক ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ। উত্তেজিত বাসিন্দাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। জানা গেছে আহত দুই বাইক আরোহী বাড়ি উত্তরদিনাজপুর জেলার করণদিঘি থানা এলাকায়।
শুক্রবার সকালে বিশেষ কাজে একটি বাইকে চেপে উত্তর দিনাজপুরের করণদিঘি থানা এলাকা থেকে রায়গঞ্জের দিকে আসছিলেন সাদ্দাম হোসেন এবং ইশাক আলী নামে জনৈক দুই ব্যক্তি। কিন্তু রায়গঞ্জ শহরে ঢোকার আগে তেঁতুলতলা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। একটি স্করপিও গাড়ি সজোরে তাঁদের বাইকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। দুর্ঘটনার জেরে গুরুতর আহত হন সাদ্দাম হোসেন এবং ইশাক আলি। দু’জনই ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় দীর্ঘক্ষণ সেখানে পড়ে থাকেন তাঁরা। কোন গাড়ি তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে চায়নি। এমতাবস্থায় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ।
প্রায় ঘণ্টা দু’য়েক পর ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ। উত্তেজিত বাসিন্দাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে সাদ্দাম হোসেনের বাড়ি করণদিঘি থানার বুড়িহান এলাকায়। অপরদিকে ইশাক আলীর বাড়ি সাবধান এলাকায়। আহতদের বাড়িতে দুর্ঘটনার খবর পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে পুলিশ। তবে পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই ঘাতক স্করপিও গাড়িটি।