নিজস্ব সংবাদদাতা , কালিয়াগঞ্জ , ২৪ নভেম্বর : এক গৃহবধূকে খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধ পালিত হলো উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। বিজেপির ডাকা এই বনধ কর্মসূচিকে ঘিরে মঙ্গলবার উত্তেজনা ছড়ায় শহরের বিভিন্ন প্রান্তে। জোর করে বনধ পালন করা এবং বিক্ষোভ পিকেটিং করার ঘটনায় বেশ কয়েকজন বনধ সমর্থককে আটক করে কালিয়াগঞ্জ থানার পুলিশ।
উল্লেখ্য বেশকিছুদিন আগে কালিয়াগঞ্জের নসিরহাট এলাকার দাসপাড়াতে মদের আসর বসানোর প্রতিবাদ করায় জয়ন্তী দাস নামে এক গৃহবধূকে শ্বশুরবাড়িতে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিজেপি। মঙ্গলবার বিজেপির ডাকা বনধকে ঘিরে সকাল থেকে স্বাভাবিক ছিল জনজীবন ও রাস্তাঘাট। বনধের সমর্থনে পিকেটিং করতে পথে নামে বিজেপির নেতা কর্মীরা। জোর করে বনধ পালন করার অভিযোগে বেশকিছ দলীয় নেতা কর্মীকে আটক করে পুলিশ। এঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরে।