নিউজ ডেস্ক, ২৪ নভেম্বর : সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে শিক্ষক নিয়োগের দাবিতে রাজ্যের উপর ক্রমশ চাপ বাড়াচ্ছিল প্রশিক্ষিতরা৷ অবশেষে চাপে পড়ে দিন কয়েক আগে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
সেই শূন্যপদে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য রাজ্যে বুধবার থেকে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। ২০১৪ সালে টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাই একমাত্র অনলাইনে www.wbbpe.org এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আগামী পয়লা ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। যে সব প্রার্থী চূড়ান্ত বর্ষের প্রশিক্ষণ নেওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন তাঁরাও আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন। উল্লেখ্য, রাজ্যে বর্তমানে যে সাড়ে বাইশ হাজারের মতো টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী রয়েছেন তার মধ্যে থেকে সাড়ে ১৬ হাজার শূন্যপদ পূরণ করা হবে’।