জুয়া খেলে সর্বস্বান্ত হওয়ায় আত্মঘাতী শিক্ষক

নিজস্ব সংবাদদাতা , কালিয়াগঞ্জ , ২৩ নভেম্বর : জুয়া খেলে ঋণে জর্জরিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক প্রাথমিক স্কুল শিক্ষক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের স্কুল পাড়া এলাকায়। জানা গেছে মৃত ওই শিক্ষকের নাম সুদীপ রায়। রবিবার রাতে বাড়িতেই আত্মঘাতী হন তিনি। তাঁর আত্মীয় স্বজনরা জানিয়েছেন, নিয়মিত জুয়া খেলার নেশা ছিল সুদীপের। যার জেরে বহু লোকের কাছে ঋণধার হয়ে যান। তার জেরেই সিদ্ধান্ত।

এক স্কুল শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের স্কুল পাড়া এলাকায়। তিনি জেলার হেমতাবাদ ব্লকের আটঘরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার আত্মীয় স্বজনরা জানিয়েছেন সুদীপ রায়ের নিয়মিত জুয়া খেলার নেশা ছিল। এমনকি আইপিএলের মতন হাইফাই জুয়াতেও নিয়মিত টাকা ইনভেস্ট করতেন ওই শিক্ষক। এই জুয়া খেলার নেশাতে কার্যত বহু লোকের কাছে ঋণধার হয়ে পড়েন তিনি। ফলে বিপুল অঙ্কের দেনা কি করে শোধ করবেন তা বুঝে উঠতে পারছিলেন না। অবশেষে অবসাদগ্রস্ত হয়ে রবিবার রাতে নিজের শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সুদীপ রায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়৷ সেখানে দাঁড়িয়ে পিসতুতো দাদা অনুপ দাসগুপ্ত বলেন,সংসারে কোন অশান্তি ছিল না। তবে দীর্ঘদিন ধরেই জুয়া খেলার নেশা ছিল তার। এই জুয়ার নেশাতে পড়েই নিজের একটি কিডনিও এর আগে বিক্রি করেছিল সুদীপ। তারপরেও নিজেকে একফোঁটাও শোধরান নি তিনি।’ যার জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটল।

Next Post

শীতের রাতে দেওয়াল ফাটিয়ে সোনার দোকানের দুঃসাহসিক চুরি দুষ্কৃতীদের, নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বর্ণ ব্যবসায়ীরা

Mon Nov 23 , 2020
নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট , ২৩ নভেম্বর : এতদিন দোকানের টিনের ছাদ অথবা দরজা ভেঙ্গে চুরি ঘটনা ঘটেছে। এবার দোকানের খোদ দেওয়াল ফাটিয়েই সোনার দোকানের সর্বস্ব লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। দুঃসাহসিক এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট শহরের রঘুনাথপুরের ট্যাংক মোড় এলাকায়। জানা গিয়েছে, বালুরঘাট হাসপাতাল সংলগ্ন এলাকার ওই […]

আপনার পছন্দের সংবাদ