বাড়ছে টাঙ্গনের জল, বাঁধ ভেঙে প্লাবিত দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের বিস্তীর্ণ এলাকা

বাড়ছে টাঙ্গনের জল, বাঁধ ভেঙে প্লাবিত দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের বিস্তীর্ণ এলাকা

নিজস্ব সংবাদদাতা , বংশীহারী , ০৩ অক্টোবর :  দক্ষিণ দিনাজপুর জেলার আত্রেয়ী এবং পুনর্ভবা নদীর জল কিছুটা কমলেও এখনও জল বাড়ছে টাঙ্গন নদীর। এদিকে জলের তোড়ে মালদা জেলার গাজোলের কদুবাড়ি এলাকায় ভেঙেছে টাঙ্গন নদীর বাঁধ। যার জেরে নতুন করে প্লাবিত হয়েছে বংশীহারী ব্লকের জয়দেব পুর, দেউড়িয়া,বাজেহরিপুর, হেয়ালদহ, টেপ্রিদহ, বিশ্বনাথডোবা সহ একাধিক এলাকা।

বংশীহারী ব্লকের টাঙ্গন নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকাজুড়ে একাধিক গ্রামে রাস্তার ওপর দিয়ে বইছে কোথাও হাঁটু কিংবা কোথাও অথৈ জল। ইতিমধ্যেই বন্যার জল প্রবেশ করে ক্ষতিগ্রস্থ হয়েছে বহু বাড়িঘর এবং চাষের জমি। পাশাপাশি বংশীহারী মির্জাতপুর এলাকাতেও নতুন করে জল বেড়েছে বলে জানা গেছে। ফলে বাড়ি ছেড়ে ওই এলাকার প্রায় শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন টাঙ্গন ব্রিজের পার্শ্ববর্তী পাকা রাস্তার উপর। মির্জাতপুর এলাকার রাস্তার ওপর আশ্রয় নেওয়া দুর্গত মানুষদের অভিযোগ সামান্য একটি ত্রিপল নিয়েও চলছে দলবাজি। সেই ত্রিপল কেউ পেয়েছে কেউ পায় নি।

নিজস্ব চিত্র , বংশীহারী

ছোট ছোট সন্তানদের নিয়ে অত্যন্ত কষ্টে সাপ পোকা মাকড়ের ভয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় বসবাস করতে হচ্ছে তাদের। বংশীহারী জয়দেবপুর গ্রামে নতুন করে জল প্রবেশ করেছে। একাধিক বাড়িতে জলমগ্ন। তীব্র স্রোতে রাস্তার উপর দিয়ে বইছে বন্যার জল। যার জেরে গ্রামের যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। সবমিলিয়ে দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে আগ্রাসী টাঙ্গন নদীর জলে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে।

Next Post

করোনায় জৌলুস কমছে সুদর্শনপুরের পুজো

Sat Oct 3 , 2020
নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ০৩ অক্টোবর :  রায়গঞ্জ শহরের উত্তর প্রান্তে অবস্থিত শিলিগুড়ি মোড় এলাকার সুদর্শনপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো অন্যতম সেরা আকর্ষণ দর্শনার্থীদের কাছে। এই মন্ডপে উমা মায়ের আগমনের কটা দিন ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় দিনভর। তবে এবারের করোনার আক্রমণের জেরে বাহুল্য কমেছে পুজোতে। এবছর ৭১ তম […]

আপনার পছন্দের সংবাদ