নিউজ ডেস্ক , ০৩ নভেম্বর : করোনা, লকডাউন পেরিয়ে শুরু হয়েছে নিউ নর্মালের যাত্রাপথ। দেশ চলছে মূলত স্বাভাবিক ছন্দেই।অর্থনীতির গতিপথ মসৃণ করতে খুলে গেছে দেশের অধিকাংশ কল কারখানা, অফিস, বিপণি। এমনকি লকডাউনের মধ্যেই এখনো পর্যন্ত অক্টোবর মাসে এবছরের সর্বাধিক জিএসটি আদায় হয়েছে। বিশেষজ্ঞদের মত দেশজুড়ে সচল হয়েছে অর্থনীতির চাকা।যদিও এসব […]