নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্যের করা পরীক্ষা পিছিয়ে দেওয়ার রিভিউ পিটিশন নাকচ করে দিল সুপ্রিম কোর্ট। NEET ও JEE পরীক্ষা পূর্ব নির্ধারিত সূচি মেনেই হবে। শুক্রবার পরিষ্কার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য করোনা আবহে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সর্বভারতীয় ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দেওয়ার দাবিতে সম্প্রতি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়। কিন্তু শুক্রবার সেই রিভিউ পিটিশন খারিজ করে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট করে দেওয়া দিনেই পরীক্ষা হবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷
ইতিমধ্যেই মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইঞ্জিনিয়ারিং JEE-র মেন পরীক্ষা। ১৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে সর্বভারতীয় ডাক্তারি NEET পরীক্ষাও।