সর্বভারতীয় ডাক্তারী ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষা নিয়ে ৬ রাজ্যের রিভিউ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট, পূর্ব নির্ধারিত পরীক্ষা সূচি বহাল

সর্বভারতীয় ডাক্তারী ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষা নিয়ে ৬ রাজ্যের রিভিউ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট, পূর্ব নির্ধারিত পরীক্ষা সূচি বহাল

নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্যের করা পরীক্ষা পিছিয়ে দেওয়ার রিভিউ পিটিশন নাকচ করে দিল সুপ্রিম কোর্ট। NEET ও JEE পরীক্ষা পূর্ব নির্ধারিত সূচি মেনেই হবে। শুক্রবার পরিষ্কার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য করোনা আবহে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সর্বভারতীয় ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দেওয়ার দাবিতে সম্প্রতি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়। কিন্তু শুক্রবার সেই রিভিউ পিটিশন খারিজ করে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট করে দেওয়া দিনেই পরীক্ষা হবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷

ইতিমধ্যেই মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইঞ্জিনিয়ারিং JEE-র মেন পরীক্ষা। ১৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে সর্বভারতীয় ডাক্তারি NEET পরীক্ষাও।

Next Post

স্বাভাবিক ছুটির নিয়মে ফিরল রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলি, পূর্ণ লকডাউনে শনিবার খোলা থাকবে ব্যাংক

Sat Sep 5 , 2020
ডিজিটাল ডেস্ক :   লকডাউনে আর বন্ধ থাকছে না ব্যাংক। প্রতি শনিবার ব্যাংক পূর্ণ লকডাউনেও খোলা থাকবে। ফলে স্বস্তির নিশ্বাস ফেললেন সাধারণ মানুষ। উল্লেখ্য করোনা আবহেও খোলা ছিল সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলি। কিন্তু রাজ্য সরকার পূর্ণ সাপ্তাহিক দু’দিনের লকডাউন ঘোষণা করায় বন্ধ থাকছিল ব্যাংকগুলি। এতে করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়ছিলেন […]

আপনার পছন্দের সংবাদ