আচমকা পাকিস্তানের হামলা, বিনা প্ররোচনায় গুলি, শহিদ বেশ কয়েকজন সেনা জওয়ান, মৃত্যু বেশকিছু গ্রামবাসীর

নিউজ ডেস্ক , ১৩ নভেম্বর :  কিছুতেই বাগে আসছে না দুই প্রতিবেশী রাষ্ট্র ৷ একদিকে চিন আর অন্যদিকে পাকিস্তান। চিনের চোখরাঙানির পাশাপাশি পাকিস্তান জঙ্গিদের মদত দিয়েই আসছে ভারতের বিরুদ্ধে। জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী বিভিন্ন জেলায় প্রতিদিনই জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনী গুলির লড়াই দেখতে পাওয়া যায়। এবার বিনা প্ররোচনায় গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান।

শুক্রবার জম্মু-কাশ্মীর সীমান্তে বিনা প্ররোচনায় গুলি চালায় পাকিস্তানের সেনারা। পাক হামলায় ২ সেনা জওয়ান, এক বিএসএফের এসআই শহিদ হয়েছেন। আহত হয়েছেন ২ বিএসএফ জওয়ানও। সেনা জওয়ানের পাশাপাশি পাকিস্তানের গুলিতে উরিতে ৩ ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর মিলেছে। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা গেছে, উরি ও গুরেজ সেক্টরে পাক গুলিতে আহত হয়েছে ৭ ভারতীয় নাগরিক। তাংধর, উরি, গুরেজ, কেরন সেক্টরে ব্যাপক গোলাবর্ষণ করছে পাকিস্তান। পাল্টা পাক গোলাবারির জবাব দিচ্ছে ভারতও। পরিস্থিতি বুঝে এলাকা থেকে সরানো হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। সবমিলিয়ে পাকিস্তানের কাপুরুষোচিত হামলার ঘটনায় ক্ষুব্দ দেশের সাধারন মানুষ৷ গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে কেন্দ্র

Next Post

এলন মাস্কের করোনা রিপোর্টে ভুল! তদন্ত শুরু

Fri Nov 13 , 2020
নিউজ ডেস্ক , ১৩ নভেম্বর :  ২৪ ঘন্টার মধ্যেই দু দুবার কোভিড পজিটিভ ও নেগেটিভ হলেন বিশ্ববিখ্যাত টেসলা ও স্পেস এক্স সংস্থার প্রধান তথা খ্যাতনামা প্রযুক্তিবিদ এবং উদ্যোগপতি এলন মাস্ক। টুইট বার্তায় এলন মাস্ক নিজেই এমন আশ্চর্যজনক তথ্য জানিয়েছেন। ওই বার্তায় আমেরিকার বহুজাতিক কোম্পানি বেকটন ডিকিনসনের অ্যান্টিজেন টেস্ট নিয়ে প্রশ্ন […]

আপনার পছন্দের সংবাদ