নিউজ ডেস্ক , ১৩ নভেম্বর : কিছুতেই বাগে আসছে না দুই প্রতিবেশী রাষ্ট্র ৷ একদিকে চিন আর অন্যদিকে পাকিস্তান। চিনের চোখরাঙানির পাশাপাশি পাকিস্তান জঙ্গিদের মদত দিয়েই আসছে ভারতের বিরুদ্ধে। জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী বিভিন্ন জেলায় প্রতিদিনই জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনী গুলির লড়াই দেখতে পাওয়া যায়। এবার বিনা প্ররোচনায় গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান।
শুক্রবার জম্মু-কাশ্মীর সীমান্তে বিনা প্ররোচনায় গুলি চালায় পাকিস্তানের সেনারা। পাক হামলায় ২ সেনা জওয়ান, এক বিএসএফের এসআই শহিদ হয়েছেন। আহত হয়েছেন ২ বিএসএফ জওয়ানও। সেনা জওয়ানের পাশাপাশি পাকিস্তানের গুলিতে উরিতে ৩ ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর মিলেছে। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা গেছে, উরি ও গুরেজ সেক্টরে পাক গুলিতে আহত হয়েছে ৭ ভারতীয় নাগরিক। তাংধর, উরি, গুরেজ, কেরন সেক্টরে ব্যাপক গোলাবর্ষণ করছে পাকিস্তান। পাল্টা পাক গোলাবারির জবাব দিচ্ছে ভারতও। পরিস্থিতি বুঝে এলাকা থেকে সরানো হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। সবমিলিয়ে পাকিস্তানের কাপুরুষোচিত হামলার ঘটনায় ক্ষুব্দ দেশের সাধারন মানুষ৷ গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে কেন্দ্র