নিউজ ডেস্ক , ১৮ অক্টোবর : সুন্দর ত্বক সবাই পছন্দ করে। তবে দূষণ, খাদ্যাভাস এবং বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহারের কারণে ত্বকের ক্ষতি হয়। অনেক সময় দেখা যায় ব্রণের সমস্যা, যার ফলে মুখে দাগ থেকে যায়। এসব সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন নিম পাতার সাহায্যে। এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের জন্যও ভালো।
নিম আর তুলসী পাতায় থাকে অ্যান্টিসেপটিক উপাদান, যা ত্বক মসৃণ করতে সাহায্য করে। নিম ও তুলসী পাতা একসঙ্গে বেটে তার সাথে এক চামচ মধু মিশিয়ে মুখে লাগান। তারপর ১০ থেকে ১৫ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে ফেরুন। নিয়মিত এটি ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। নিমে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল, যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। নিমপাতার সঙ্গে কাঁচা হলুদ একসঙ্গে বেটে একটা পেস্ট বানিয়ে তা মুখে লাগান। নিয়মিত এই পেস্ট ব্যবহার করলে মুখে কয়েকদিনের মধ্যে ব্রণের সমস্যা দূর হবে। সেই সঙ্গে ত্বক হবে মসৃণ। ত্বক উজ্জ্বল করতে নিম পাতার সাথে পাকা পেঁপে বেটে সেই পেস্ট মুখে লাগিয়ে ১৫ মিনিট বাদে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিনদিন এটি ব্যবহার করুন। তারপর ফলাফল নিজেই বুঝতে পারবেন।