নিজস্ব সংবাদদাতা , মালদা , ২১ অক্টোবর : শারদ উৎসব উপলক্ষে পুজো কমিটির কর্মকর্তাদের হাতে বিশেষ উপহার তুলে দিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল। মানিকচক বিধানসভা এলাকার সমস্ত পুজো কমিটিকে এই উপহার তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন সভাধিপতি।
এই উপলক্ষ্যে বুধবার দুপুরে মানিকচক ব্লক কমিউনিটি হল প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাধিপতি ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচক থানার ওসি গৌতম চৌধুরী, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ হেম নারায়ণ ঝা সহ অন্যান্যরা। এদিন মানিকচক বিধানসভার অন্তর্গত সমস্ত উদ্যোক্তাদের হাতে পুজো চলাকালীন সময়ে ব্যবহারের জন্য মাস্ক স্যানিটাইজার সহ শারদ সম্মান ও আর্থিক সাহায্য প্রদান করা হয়। করোনা আবহে পুজো কমিটিগুলির যাতে করে পূজো পরিচালনা করতে কোন রকম অসুবিধা না হয় তাই সাহায্য প্রদান করেছেন সভাধিপতি নিজ ব্যক্তিগত উদ্যোগে। পাশাপাশি সমস্ত রকম ভাবে পুজো কমিটিদের প্রশাসনিক নির্দেশিকা এবং স্বাস্থ্যবিধি মেনে পূজো পরিচালনা করার বার্তা তুলে ধরেন তিনি। মঞ্চ থেকে পুজো কমিটির জন্য বিভিন্ন নির্দেশিকা তুলে ধরেন মানিকচক থানার ওসি ও ব্লক স্বাস্থ্য আধিকারিকগণ। এদিনের এই অনুষ্ঠান থেকে এলাকার প্রায় ২ হাজার দুঃস্থ পুরুষ ও মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় সভাধিপতির তরফে। শাড়ি, লুঙ্গি সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সমস্ত দুঃস্থ পরিবারের হাতে তুলে দিয়ে সকলের সর্বদা পাশে থাকার বার্তা দেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল।