নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ১৯ অক্টোবর : অপেক্ষার আর কয়েকদিন। এরপরেই একবছরের অপেক্ষার অবসানে শারদীয়া আনন্দে মেতে উঠবেন আপামর বঙ্গবাসী।যদিও করোনা আবহে এবারের পুজো অনেকটাই ম্রিয়মাণ। মাস্ক, স্যানিটাইজারের ঘেরাটোপে কতটা পুজোর আনন্দে সামিল হওয়া যাবে সেই চিন্তাতেই আকুল সকলে।
যদিও এই আবহে স্বাস্থ্যবিধি মেনে পুজো করবার উদ্যোগ নিয়েছে বিভিন্ন ক্লাব কতৃপক্ষ। পিছিয়ে নেই চাঁচলের মৈত্রী সংসদ। এই পরিস্থিতিতে আলোকধারার মধ্যে দিয়ে অন্ধকার দূর করার বার্তা দিচ্ছে ক্লাব কতৃপক্ষ। এবার তাদের থিম ‘আমার মুক্তি আলোয় আলোয়’।গোটা প্যান্ডেলটি তৈরিতে ব্যবহৃত হয়েছে স্পঞ্জ, তুলো, ফোম, কাপড় সহ আরো অন্যান্য সামগ্রী। প্যান্ডেলে থাকছে আলোর বাহার। রংবেরঙের নানান আলো দিয়ে ফুটিয়ে তোলা হবে গোটা প্যান্ডেল। তবে দর্শনার্থীদের প্রবেশের জন্য থাকবে নানান সতর্কতা। দর্শনার্থীদের জন্য থাকবে স্যানিটাইজার গেট ও মাস্কের ব্যবস্থা।ক্লাবের তরফে ক্লাব সদস্য সন্দীপ রক্ষিত জানিয়েছেন, চতুর্থীর দিন এই পুজোর উদ্বোধন করা হবে। করোনা সংক্রমণ ঠেকাতে দর্শনার্থীদের জন্য মণ্ডপে ঢোকার প্রবেশ পথে থাকছে স্যানিটাইজিং গেট। পাশাপাশি, করোনা পরিস্থিতিতে যারা দিন-রাত এক করে পরিষেবা দিয়ে চলেছেন সেই কোভিড যোদ্ধাদের সম্মানজ্ঞাপন করা হবে বলে জানা গিয়েছে আয়োজকদের তরফে।