নিউজ ডেস্ক , ২২ নভেম্বর : জামাইবাবুর যৌন লালসার শিকার এক শিশুকন্যা। রায়গঞ্জ শহরের তুলশীপাড়ায় ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার মা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পোষ্টার-ব্যানারে ঢেকেছে শহরের সৌন্দর্য্য
বর্তমানে শিশুটি অসুস্থ রয়েছে।নাবালিকা কন্যাকে ধর্ষনের অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের তুলশীপাড়া এলাকায়। নির্যাতিতা মেয়েটির বয়স ১০ বছর। বর্তমানে সে অসুস্থ। জানা গিয়েছে, বাড়িতে মা ও মেয়ে থাকেন। পাশেই মেয়েটির জেঠুর বাড়ি। সেখানে বর্তমানে জেঠতুতু দিদি ও জামাই বাবু থাকে। মেয়েটির মা মাতৃসদনের কর্মী। তিনি ডিউটিতে চলে গেলে বাড়িতে দিন ভর একাই থাকতে হয় বাচ্চাটিকে।
আন্তঃ ক্লাব ক্রিকেট লীগ বড় ব্যবধানে জয় পেল প্রতিবাদ
মেয়েটির মা জানান, কদিন আগে বাচ্চাটি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পরে। সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসা করতেই বেরিয়ে আসে আসল তথ্য। মায়ের দাবী, মেয়ে জানায় গত মাস খানেক আগে খাওয়ারের প্রলোভন দেখিয়ে তার জেঠতুতো দিদির স্বামী অর্থাৎ জামাই বাবু রাজকুমার সরকার নাবালিকাকে ডেকে নিয়ে যায় নিজের বাড়িতে। ছাদের ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষন করে বলে অভিযোগ। বেশ কিছুদিন থেকে তাকে কুপ্রস্তাবও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এই বিষয়টি অভিযুক্তের স্ত্রীকে জানানো হলে তিনি স্বামীর পক্ষ নেন বলে মেয়ে মায়ের দাবী। ঘটনার কথা জানাজানি হতেই পাড়ায় চাঞ্চল্য ছড়ায়।
গ্রাম্য বিবাদের জেরে সংঘর্ষ, আহত ২
প্রতিবেশীরা এর প্রতিবাদ জানান। বুধবার রাজকুমারের বিরুদ্ধে রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতার মা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তার উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছেন পাড়া প্রতিবেশীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ