নিউজ ডেস্ক,১৭ইনভেম্বের :রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকার ছোট ভিটিহার এফ পি স্কুল চত্বরে সীমানা প্রাচীর না থাকায় বেজায় বিপাকে পড়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়া এবং স্থানীয় গ্রামবাসীরা। তাদের অভিযোগ, এই স্কুলের গা ঘেঁষে চলে গিয়েছে নাগর নদী। ফলে স্কুলের কচিকাঁচারা নদীর জলে যে কোনো সময় পড়ে যেতে পারে। ঘটে যেতে পারে মর্মান্তিক কোনও দুর্ঘটনা। স্কুলের প্রধান শিক্ষক শুভদীপ সিংহ বলেন, ফুল চলাকালীন সবসময় তাদের কচিকাচাদের প্রতি খেয়াল রাখতে হয়, তারা যেন নদীর আশেপাশে না চলে যায়। পড়াশোনা ও মিড ডে মিল চালানো ছাড়াও এই অতিরিক্ত দায়িত্ব পালন অত্যন্ত দুশ্চিন্তার বিষয়।এই ব্যাপারে স্থানীয় প্রশাসন এবং কর্তৃপক্ষকে দীর্ঘদিন থেকে জানানো হলেও সকলেই প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এখনও সীমানা প্রাচীরের কাজ হয়নি। স্থানীয় বাসিন্দারা বলেন, বাড়ির ছোট ছোট শিশুদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তার শেষ থাকছে না। স্কুলের শিক্ষকদের নজরদারি দিতে বলেছি। তাদের পক্ষে সব দিক সামলানো অত্যন্ত কষ্টের। অন্যদিকে, সমস্যায় দিশেহারা স্কুলের পড়ুয়ারা বলে, স্কুল চত্বরে সীমান প্রাচীর থাকলে অনেক নিশ্চিন্তে খেলাধুলা করা যেত। যদিও রায়গঞ্জের বিডিও শুভজিৎ মন্ডল বলেন এব্যাপারে বলেন, সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অর্থের অভাব রয়েছে। ব্যবস্থা হলেই সমস্যা মেটানো হবে বলেও আশায় দেন তিনি
Next Post
নেপথ্যে পরকীয়া অভিযুক্তকে ১০ দিনের পুলিশ রিমান্ড
Thu Nov 17 , 2022
নিউজ ডেস্ক,১৭ইনভেম্বের : রায়গঞ্জের সুপ্রিয়া হত্যাকান্ড! গত ৫ দিন ধরে এই ঘটনা নিয়ে একটার পর একটা রহস্য দানা বাঁধছিল। খুনি কে? বার বার এই প্রশ্ন উঠে আসছিল। গভীর কারনের জেরেই যে গলার নলি কেটে নৃশংস ভাবে খুন করা হয়েছিল তা নিশ্চিত ছিল। কিন্তু তারপরেও প্রকৃত খুনিকে চিহ্নত করে ধরতে বেগ […]

আপনার পছন্দের সংবাদ
-
June 1, 2021
রায়গঞ্জে রক্তসংকট মেটাতে উদ্যোগ আরসিটিভি পরিবারের
-
January 16, 2023
বিদ্যালয়ের সহ শিক্ষিকাকে হেনস্তার প্রতিবাদে সরব গ্রামবাসীরা
-
January 11, 2025
স্যালাইন ঘিরে উদ্বেগ মেডিকেল কলেজে
-
December 3, 2023
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে চলছে আন্দোলন কর্মসূচি
-
September 12, 2020
বিকল কিডনী! মৃত্যুপথ যাত্রী রায়গঞ্জের এক তরুন
-
November 28, 2023
বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক