নিউজ ডেস্ক,১৭ইনভেম্বের :রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকার ছোট ভিটিহার এফ পি স্কুল চত্বরে সীমানা প্রাচীর না থাকায় বেজায় বিপাকে পড়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়া এবং স্থানীয় গ্রামবাসীরা। তাদের অভিযোগ, এই স্কুলের গা ঘেঁষে চলে গিয়েছে নাগর নদী। ফলে স্কুলের কচিকাঁচারা নদীর জলে যে কোনো সময় পড়ে যেতে পারে। ঘটে যেতে পারে মর্মান্তিক কোনও দুর্ঘটনা। স্কুলের প্রধান শিক্ষক শুভদীপ সিংহ বলেন, ফুল চলাকালীন সবসময় তাদের কচিকাচাদের প্রতি খেয়াল রাখতে হয়, তারা যেন নদীর আশেপাশে না চলে যায়। পড়াশোনা ও মিড ডে মিল চালানো ছাড়াও এই অতিরিক্ত দায়িত্ব পালন অত্যন্ত দুশ্চিন্তার বিষয়।এই ব্যাপারে স্থানীয় প্রশাসন এবং কর্তৃপক্ষকে দীর্ঘদিন থেকে জানানো হলেও সকলেই প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এখনও সীমানা প্রাচীরের কাজ হয়নি। স্থানীয় বাসিন্দারা বলেন, বাড়ির ছোট ছোট শিশুদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তার শেষ থাকছে না। স্কুলের শিক্ষকদের নজরদারি দিতে বলেছি। তাদের পক্ষে সব দিক সামলানো অত্যন্ত কষ্টের। অন্যদিকে, সমস্যায় দিশেহারা স্কুলের পড়ুয়ারা বলে, স্কুল চত্বরে সীমান প্রাচীর থাকলে অনেক নিশ্চিন্তে খেলাধুলা করা যেত। যদিও রায়গঞ্জের বিডিও শুভজিৎ মন্ডল বলেন এব্যাপারে বলেন, সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অর্থের অভাব রয়েছে। ব্যবস্থা হলেই সমস্যা মেটানো হবে বলেও আশায় দেন তিনি
Next Post
নেপথ্যে পরকীয়া অভিযুক্তকে ১০ দিনের পুলিশ রিমান্ড
Thu Nov 17 , 2022
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিউজ ডেস্ক,১৭ইনভেম্বের : রায়গঞ্জের সুপ্রিয়া হত্যাকান্ড! গত ৫ দিন ধরে এই ঘটনা নিয়ে একটার পর একটা রহস্য দানা বাঁধছিল। খুনি কে? বার বার এই প্রশ্ন উঠে আসছিল। গভীর কারনের জেরেই যে গলার নলি কেটে নৃশংস ভাবে খুন […]

আপনার পছন্দের সংবাদ
-
3 years ago
ডি ওয়াই এফ আই -র উদ্যোগে করোনা অ্যান্টিবডি টেস্ট
-
8 months ago
৮ বছরেও ফিরল না রাস্তার হাল !
-
3 years ago
শহিদ ভগৎ সিংকে শ্রদ্ধা জানাল রায়গঞ্জ
-
11 months ago
মর্মান্তিক পথদূর্ঘটনায় জাতীয় সড়কে প্রান গেল ২ জনের