নিউজ ডেস্কঃ অযোধ্যায় রাম লালার অভিষেকের পরেই সমগ্র দেশ জুড়ে শ্রী রাম দর্শনের প্রবল উৎসাহ তৈরি হয়েছে। অভিষেক অনুষ্ঠানে কাতারে কাতারে মানুষ উপস্থিত ছিলেন অযোধ্যায়। আগামীতে সেই উৎসাহ বাড়বে বই কমবে না। সেই কথা মাথায় রেখে ভারতীয় অনলাইন ভ্রমণ পোর্টাল ক্লিয়ারটিপ নিয়ে এল বিনামূল্যে অযোধ্যা যাওয়ার সুযোগ।
iPhone 15 কিনুন 45,000 টাকা কম দামে
পোর্টালের তরফে জানানো হয়েছে এই সুযোগ শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য উপলব্ধ। অন্যান্যরা এই সুযোগ থেকে আপাতত দূরে। অযোধ্যায় যাওয়ার জন্য 108টি বিনামূল্যের ফ্লাইটের টিকিট ঘোষণা করেছে এই পোর্টাল। ভ্রমণকারীরা ক্লিয়ারট্রিপ অ্যাপে ভ্রমণ সঙ্গীর সাথে একজন সিনিয়র সিটিজেন নিবন্ধন করে অংশগ্রহণ করতে পারেন এবং সেই সিনিয়র সিটিজেন একদম বিনামূল্যে টিকিট জেতার সুযোগ পেতে পারেন।