ডিজিটাল ডেস্ক : ১৫ আগষ্ট, ২০১৮ তে জন আব্রাহাম অভিনিত ‘সত্যমেব জয়তে’ মুক্তি পেয়েছিলো। এবারে এই ছবির সিক্যুয়েল ‘সত্যমেব জয়তে ২’, এর কাজ শুরু হচ্ছে যা ১২ই মে ২০২১, ঈদের দিন,প্রেক্ষাগৃহে মুক্তি পাবে যার অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্তরা।
এই ছবির একটি পোস্টার সহ রিলিজ ডেট ইন্ট্রাগ্রামে পোষ্ট করলেন জন আব্রাহাম। পোষ্টারে জনের সুঠাম চেহারায় হাতে লাঙল ও শরীর থেকে ঝরে পড়া রক্ত ত্রিবর্ণ দেখাচ্ছে। এর সাথে caption দেওয়া হয়েছে “Jis desh ki maiyya Ganga hai, wahan khoon bhi Tiranga hai! #SatyamevaJayate2 in cinemas on 12th May, EID 2021. #SMJ2EID2021”
https://www.instagram.com/p/CFYcTdZFKmu/?utm_source=ig_web_button_share_sheet
এই ছবিতে জন আব্রাহামের সাথে প্রধান চরিত্রে দেখা যাবে দিব্যা খোসলা কুমারকে। দীর্ঘদিন পর দিব্যা খোসলা কুমার এই ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরতে চলেছেন। লকডাউন চলাকালীন ছবির চিত্রনাট্যের কাজ করছিলেন পরিচালক মিলাপ জাভেরি। গল্পটির প্রেক্ষাপট আরও বেশি আকর্ষণীয় করে তুলতে মুম্বই থেকে লখনউতে ছবির শুটিংয়ের স্থান পরিবর্তন করা হয়েছে। “সত্যমেব জয়তে” – র মতই এই ছবিতেও অন্যায়ের বিরুদ্ধে লড়তে দেখা যাবে জনকে। তবে এবারে পুকিশ থেকে রাজনীতিবিদ, সাধারণ মানুষ থেকে শিল্পপতি সকল ক্ষেত্রের দুর্নীতির বিরুদ্ধে লড়বেন জন। ১০ গুণ বেশি ডায়নামিক ও পাওয়ারপ্যাক অ্যাকশন দৃশ্য দেখা যাবে এই ছবিতে। অক্টোবর মাসেই শুরু হচ্ছে ছবির স্যুটিং এর কাজ।