নিউজ ডেস্ক, ০৭ অক্টোবর : অবশেষে জামিন পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বুধবার বোম্বাই হাইকোর্ট জামিন মঞ্জুর করে তার। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের নেমে সিবিআই মাদক মামলায় জড়িত থাকায় গ্রেপ্তার করেছিলো রিয়া চক্রবর্তীকে।
প্রায় একমাস পরে ২৮ বছর বয়সী এই অভিনেত্রী জেল থেকে বের হবেন। মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) জিজ্ঞাসাবাদ করে তাকে জেলবন্দী করে ৩ রা সেপ্টেম্বর। ফটো এবং ভিডিওগুলিতে রিয়া চক্রবর্তীর মাদক সেবনের প্রমাণও মেলে। NCB এর মাদক তদন্ত চালিয়ে যাওয়ায় অভিনেত্রী দীপিকা পাডুকোন, শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খানকে জিজ্ঞাসাবাদ করতে সমন পাঠায়। যদিও সুশান্ত সিং রাজপুতের মৃত্যু প্রাথমিকভাবে আত্মহত্যাই বলে রিপোর্ট রয়েছে AIIMS। অপরদিকে ফের তদন্তের দাবী জানিয়েছেন পরিবার ও সুশান্তের আইনজীবী।