নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ০৫ অক্টোবর : বৃষ্টিতে প্রায় ১৪ দিন ধরে জলমগ্ন হয়েছে রায়গঞ্জ পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ওয়ার্ডের সাধারণ মানুষ। বিভিন্ন এলাকায় এখনও নোংরা পচা জল জমে রয়েছে। এঘটনায় অসহায় মানুষদের পুর কাউন্সিলের উদ্যোগে বিভিন্ন ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।
জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় রায়গঞ্জ পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রায় দুই সপ্তাহ ধরে জলমগ্ন হয়ে রয়েছে।
নিম্নচাপের বৃষ্টি থেমে গেছে প্রায় এক সপ্তাহের বেশি সময় হলো। অথচ এখনও জল নামেনি ওই এলাকা গুলি থেকে। ২২ নম্বর ওয়ার্ডের রাজীব কলোনী, নেতাজি সুভাষ কলোনী সহ অন্যান্য এলাকা বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। সোমবার এলাকাগুলিতে গিয়ে দেখা গেল রাস্তাঘাটের পাশাপাশি অনেকের বাড়িতেই সেই পচা জল এখনও রয়ে গিয়েছে। জলের তার উপর দিয়ে পড়েছে শ্যাওলার প্রলেপ। তাতে মশা, সাপ পোকামাকড়ের উপদ্রব দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাসের উদ্যোগে দুটি ত্রাণ শিবির খোলা হয়েছে। একটি মর্নিং গার্লস হাইস্কুল এবং অপরটি বীণাপানি প্রাইমারী স্কুলে।
ওয়ার্ডের জলমগ্ন বাসিন্দাদের ওই ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদের দেখভাল করা হচ্ছে বলে জানিয়েছেন কাউন্সিলর তপন দাস। তিনি জানিয়েছেন শহরের সমস্ত জল বন্দর শ্মশান কলোনির একটি ক্যানেল এবং দেবীনগর সেতুর নীচ দিয়ে বের হত। কিন্তু জল বের না হতে পারার কারণে প্রায় বহু মানুষ জল বন্দি হয়ে পড়েছেন এই ওয়ার্ডের। তাদেরকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। জমা জলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজীব কলোনি। ওই এলাকাতেই প্রায় আড়াইশো পরিবার জলমগ্ন হয়েছে।।