নিউজ ডেস্ক,১১ই জানুয়ারি : সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৎপর হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এরই পরিপ্রেক্ষিতে একগুচ্ছ কর্মসূচিকে সামনে রেখে মালদায় এলেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল। পঞ্চায়েত এলাকা পরিদর্শনের মাঝেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। বুধবার মালদার মানিকচক ব্লকের ভুতনি থানার উত্তর চন্ডিপুর বি পি হাইস্কুল প্রাঙ্গণে প্রশাসনিক সভা করেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল। উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সরকারি আধিকারিকদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। যদিও এদিন বিক্ষোভের মুখে পড়তে হয় কপিল মোরেশ্বর পাটিলকে। মন্ত্রীকে ঘিরে কালো পতাকা দেখান বেশ কিছু মানুষেরা। ঘটনায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। শেষপর্যন্ত অবশ্য পরিস্থিতি সামাল দেয় পুলিশ।অপরদিকে বুধবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল ভুতনির হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতে গেলে সেখানেও আবাস যোজনা, নদী বাঁধ সংস্কার সহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।যদিও শেষ পর্যন্ত কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী সমস্যার সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিন মন্ত্রীর সাথে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইংরেজবাজার বিধানসভার বিধায়িক শ্রীরূপা মিত্র চৌধুরী, গৌরচন্দ্র মন্ডল সহ অন্যান্যরা।যদিও তার এই সফরসূচিকে তীব্র কটাক্ষ করেছেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র।
কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ
