নিজস্ব সংবাদদাতা , করণদিঘী , ১১ মে : সামান্য বৃষ্টিতে বেহাল অবস্থা উওর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভা কেন্দ্রের রসাখোয়া বাসস্ট্যান্ড থেকে সোলপাড়া যাওয়ার রাস্তা।
এই রাস্তা বেশ কয়েক বছর ধরেই বেহাল অবস্থায় থাকলেও মেরামতি করা হচ্ছে না। একদিনের বৃষ্টিতেই হাটু অবধি জল জমে বিপাকে পড়েন পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে রসাখোয়া ব্যবসায়ীরা। রাস্তায় তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। মোটরবাইক, গাড়ি নিয়ে চলাচল করছে সমস্যায় পড়েন চালকরা। এই বেহাল রাস্তা সংস্কারের দাবীতে পূর্বে প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেন এলাকার বাসিন্দারা। তবে করনদিঘী বিধানসভার নবনির্বাচিত বিধায়ক গৌতম পালের ওপর ভরসা রাখছেন তারা। বিধায়ক এই রাস্তা সংস্কার করে এলাকাবাসীদের দুর্ভোগের হাত থেকে মুক্তি দেবেন বলে আশা প্রকাশ করেছেন করণদিঘীর বাসিন্দারা।